teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মার্চ ২০২৩, ৮ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

এবার লেখক আনিসুল হককে হেয় করে কারিগরির প্রশ্ন

প্রকাশিত: ১০ নভেম্বার ২০২২, ১৬:০০

লেখক আনিসুল হককে হেয় করে প্রশ্ন

লাইভ প্রতিবেদক: প্রশ্নপত্রে সাম্প্রদায়িকত উস্কানি নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে জন্ম নিয়েছে নতুন আরেক বিতর্ক। এবার কারিগরি বোর্ডের এইচএসসির বাংলা পরীক্ষার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে। প্রশ্নটিতে দেশের একজন সাহিত্যিককে হেয় করে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ড।

দেখা গেছে, গত রবিবার অনুষ্ঠিত বাংলা-২ সৃজনশীল প্রশ্নপত্রের একটি উদ্দীপকে লেখা হয়েছে, ‘প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হক লেখালেখি করে সুনাম অর্জন করতে চান। ২১শে বইমেলায় তাড়াহুড়া করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’

এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান জানান, এই মেসেজটা শোনার পর আমি প্রশ্নটি সংগ্রহ করেছি। এই প্রশ্ন কোন শিক্ষক করেছেন তা খুঁজে বের করতে পরীক্ষা নিয়ন্ত্রককে দায়িত্ব দিয়েছি। যে এই প্রশ্নটি করেছেন তাকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার জানান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন পাণ্ডুলিপি বের করে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নিয়েছেন।

ঢাকা, ১০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ