Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কলম লিখবে মনের কথা!

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার ২০১৭, ২২:৩৭

  

আইটি লাইভ: তথ্য প্রযুক্তির এই যুগে যত দিন যাচ্ছে, ততই চমক আসছে। এবার সেই চমকে যুক্ত হয়েছে এক কলম, যা নিজ থেকেই লিখে দেবে মনের চাওয়াগুলোকে। 

শুধুমাত্র, হাতে ধরিয়ে দিলেই হবে তারপর বাদবাকি কাজ এই কলম করে দেবে। মানুষকে আর কিছু করতে হবে না। নির্দেশ মেনে নিজেই সব লিখে ফেলবে। 

এমনকি কম্পিউটারে সেভ করা কোনও অ্যাপ্লিকেশনের ফাইলের প্রিন্ট-আউট নিতে চাওয়া হয় তাও করে দিবে। তবে এক্ষেত্রে ‘অ্যাক্সি ড্র’ অর্থাৎ এই কলমে সেভ করে দিতে হবে। ‘অ্যাক্সি ড্র’ তার সঙ্গে জুড়ে থাকা গ্রিপে একটি কলম দিয়ে অ্যাপ্লিকেশন ফাইলটাকে হাতের লেখার মতো প্রিন্ট করে দেবে। 

কি এই ‘অ্যাক্সি ড্র’? আসলে এটি একটি রোবোটিক প্রিন্টার। এই প্রিন্টার হাতের লেখার মতো প্রিন্ট করে। এর প্রিন্টারে খালি জুড়ে দিলে যেকোনো ধরনের একটি ফাউন্টেন কলম। যেকোনো ধরনের হাতের লেখা থেকে আপনার সই বা কোনো ধরনের ডায়াগ্রাম, সব নিমেষে এঁকে দেবে এই ‘অ্যাক্সি ড্র’।

 

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ