Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ডেলের তারবিহীন চার্জিং ল্যাপটপ

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৭, ১৭:৫৬

আইটি লাইভ: বিখ্যাত ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান ডেল সম্প্রতি তারবিহীন চার্জিং প্রযুক্তির ল্যাপটপ উন্মুক্ত করছে। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বাজারে  বিক্রির উদ্দেশ্যে ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজারে ইতোমধ্যে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। 

ডেল ল্যাটিচিউড ৭২৮৫মডেলের -ইন- ল্যাপটপটিতে রয়েছে তারবিহীন চার্জিং কিবোর্ড এবং চার্জিং ম্যাট।কি-বোর্ড এবং ট্যাবলেট উভয়েরই আলাদা ব্যাটারি রয়েছে। 

কি-বোর্ডটিই ট্যাবলেটের তারবিহীন চার্জার হিসেবে কাজ করবে। ল্যাপটপটিতে আলাদাভাবে তার যুক্ত চার্জার দিয়ে চার্জ করার কোনো অপশন রাখা হয়নি। ট্যাবলেটটিকে কি-বোর্ডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গেই চার্জিং ম্যাট প্রথমে ট্যাবলেটটিকে এবং এরপর কি-বোর্ডটিকে চার্জ করবে। 

 ‘ডেল ল্যাটিটিউড ৭২৮৫মডেলের ল্যাপটপটিতে রয়েছে ১২-ইঞ্চি ডিসপ্লে। এর রেজ্যুলেশন 2880 x1920 পিক্সেলে। ইন্টেলের কবি লেক প্রসেসর চালিত ল্যাপটপটিতে রয়েছে গিগাবাইট/১৬ গিগাবাইট র্যাম, ৫১২ গিগাবাইট স্টোরেজ সুবিধা এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড যোগ করার সুবিধা। এছাড়াও ল্যাপটপটিতেউইন্ডোজ হ্যালোসমর্থনযোগ্য একটি আইআর ক্যামেরাও রয়েছে

কোম্পানিটির দাবি অনুযায়ী ল্যাপটপটি ট্যাবলেট মোডে থাকা অবস্থায় ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এবং কি-বোর্ড বেসে সংযুক্ত করা হলে তা ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সিইএস মেলায় ধরনের তারবিহীন চার্জিং ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছিল ডেল। ঘোষণা দেয়ার মাস পর তা আলোর মুখ দেখল। ল্যাপটপটির বিক্রয়মূল্য ধরা হয়েছে এক হাজার ১৯৯ ডলার। এক্সট্রিম টেক

 

ঢাকা, ১৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ