Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

একবার চার্জেই ৩ মাস চলবে মোবাইল!

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৭, ০০:৫৬

অাইটি লাইভ : মাত্র একবার চার্জ দিলেই মোবাইল ৩ মাস চালানো যাবে। মানে একবছরে মাত্র ৪ বার চার্জ দিলেই মোবাইল চলবে পুরো এক বছর। হ্যাঁ পাঠক মোবাইল ফোনের ব্যাটারিতে এমন উপকরণ যুক্ত করা হচ্ছে যা চার্জ অনেক দিন ধরে রাখতে পারবে।

সম্প্রতি ‘ম্যাগনেটোইলেক্ট্রিক মাল্টিফেরোইক’ নামের নতুন উপকরণ আবিষ্কার করেছেন মিশিগান এবং করনেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ওই উপকরণ ব্যাটারিকে বেশি শক্তিশালী করবে। উপকরণটি একটি পাতলা পোলার ফিল্ম যা সরু এনার্জি পালসের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে। নতুন এ উপকরণটি কম্পিউটারকে শক্তির উত্থান পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে।

এখন অবশ্য শক্তির ধ্রুব প্রবাহ বিদ্যমান। ব্যাটারিতে এ ধরনের প্রক্রিয়া পরিবর্তন করে ফেলবে

‘ম্যাগনেটোইলেক্ট্রিক মাল্টিফেরোইক’। নতুন এ উপকরণ যুক্ত হলে ব্যাটারি এখনকার অবস্থা থেকে ১০০ শতাংশ বেশি শক্তি সাশ্রয়ী হবে। আর তা হলে বারবার স্মার্টফোন চার্জ দেয়ার ঝক্কি থেকে বাঁচবে পুরো বিশ্ব।

ম্যাগনেটোইলেক্ট্রিক মাল্টিফেরোইকযুক্ত ব্যাটারি ২০৩০ সালে বাজারে আসবে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা।
ওই মোবাইলে পরিবেশের ক্ষতি কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। মোবাইলফোনও ১০০ শতাংশ কম শক্তিতে চলবে।


[সূত্র : দ্যা ইন্ডিপেন্ডেন্ট]

ঢাকা, ১২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ