
আইটি ডেস্ক: হঠাৎ করেই রহস্যজনকভাবে ফেসবুকে ফলোয়ার সংখ্যা কমে যায়। বুধবার (১২ অক্টোবর) সকাল থেকেই এই ঘটনার বহু উদাহরন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তবে আর ভয়, চিন্তা নেই। ফলোয়ারের সংখ্যা কমে যাওয়ার সমস্যা ঠিক হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশের সময় মেটার সিইও মার্ক জুকারবার্গসহ বাংলাদেশের কয়েকটি ফেসবুকে দেখা যায়, তাদের ফলোয়ার পূর্বের অবস্থানে ফিরেছে। ফেসবুক ফলোয়ার সমস্যায় মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯ হাজার ৯৯৪-তে এসে দাঁড়িয়েছিল। তবে বর্তমানে তার ফলোয়ার ১১ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৫৬৭-তে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, হয়তো পর্যায়ক্রমে সকল আইডির এই সমস্যা সমাধান হয়ে যাবে। এর আগে মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা হঠাৎ করেই কমে গেছে।
ঢাকা, ১২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: