Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি কতটুকু, জানা যাবে অ্যাপে

প্রকাশিত: ১০ অক্টোবার ২০২২, ২৩:৫০

অ্যাপ ‘ডিএল চেকার’

আইটি লাইভ: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের জন্য নতুন একটি অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশ করেছে। ‘ডিএল চেকার’ নামের এই অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি জানা যাবে।

রবিবার (৯ অক্টোবর) বিআরটিএ’র ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। সেখানে প্লে স্টোরে থাকা তাদের অ্যাপটির লিঙ্ক (https://play.google.com/store/apps/details?) দিয়ে লেখা হয়, ‘২০২১ সালের জুলাই মাস বা তার পরে যারা ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক দিয়েছেন, তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিংয়ের স্ট্যাটাস জানা যাবে।’

বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, লাইসেন্স প্রত্যাশীদের সুবিধার্থে বিআরটিএর জন্য অ্যাপটি তৈরি করেছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। এই অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স আসল নাকি নকল তাও যাচাই করা যাবে। এটি ব্যবহারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নম্বর বা বিআরটিএর রেফারেন্স নম্বর ইনপুট দিতে হবে।

ঢাকা, ১০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ