Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টুইটারের মালিকানা পরিবর্তন, সম্পূর্ণটাই কিনে নিলেন ইলন মাস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০১:১২

ইলন মাস্ক

আইটি লাইভ: অবশেষে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার কিনে নিলেন মার্কিন ধনকুবের এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টুইটার কিনে নিয়েছেন মার্কিন এই ধনকুবের। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে তাঁর খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এর আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। এবার পুরো মালিকানাই তাঁর দখলে।

এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, ‘বাকস্বাধীনতা একটি কার্যকর গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। টুইটার হলো সেই ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানুষের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর এই বাকস্বাধীনতার জন্য প্রকৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এবং এর পরিসর বাড়াতে টুইটারকে ব্যক্তিগতভাবে কিনে নেওয়া দরকার।

ঢাকা, ২৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ