Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কল রেকর্ডিং অ্যাপ ব্যান করছে গুগল

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ২১:৩২

ছবি: সংগৃহীত

আইটি ডেস্ক: অ্যান্ড্রয়েডে নিরাপত্তা এবং গোপনীয়তা বাড়াতে, গুগল ব্যবহারকারীদের কল রেকর্ডিং অ্যাপ্লিকেশনগুলিকে আটকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে গুগল। আগামী ১১ মে'র পর গুগল প্লে স্টোর থেকে বেশ কিছু অ্যাপকে সরিয়ে ফেলা হবে। কারণ গুগল ডেভেলপার প্রোগ্রাম পলিসির নতুন আপডেটে কল রেকর্ডিং ফিচারটি আর রাখা হচ্ছে না।

এ বিষয়ে গুগল সূত্রে জানা যায়, কল রেকর্ড করা যায় এমন সব অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি। আগামী ১১ মে থেকে সব অ্যাপ সরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে সংস্থার মুখপাত্র জানান, থার্ড পার্টি অ্যাপের রমরমা ব্যবসা বন্ধ করতেই এ নিষেধাজ্ঞা জারি হচ্ছে।

তবে যাদের মোবাইলে ইন বিল্ট কল রেকর্ডিং অপশনটি রয়েছে তাদের এ সেবা পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

ঢাকা, ২৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ