Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মহাকাশ হবে সাইবার হামলার পরবর্তী লক্ষ্য

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০১৬, ১০:১৮

লাইভ প্রতিবেদক: সাইবার হামলাকারীরা মহাকাশের কক্ষপথ পরিক্রমণকারী উপগ্রহে হামলা করতে পারে। কিংবা ভূপৃষ্ঠের উপগ্রহ নিয়ন্ত্রণ কেন্দ্রও তাদের হামলার শিকার হতে পারে বলে আশংকা ব্যক্ত করেছে লন্ডন ভিত্তিক ব্রিটিশ থিংকট্যাংক চ্যাথাম হাউজ।

গত বছরের সাইবার হামলায় ৩০ কোটি ডিজিটাল তথ্য ফাঁস হওয়া এবং ৯৭ কোটি ৩০ লাখ ডলার সমপরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

চ্যাথাম হাউজ বলছে, সরকার এবং ব্যবসায়ীরা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলা ঠেকানোর কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সাইবার হামলা চালিয়ে উপগ্রহসহ অন্যান্য মহাকাশ অবকাঠামোর দুষ্ট বা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত ব্যবহার ঠেকানোর মতো কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে মনে করছে চ্যাথাম হাউজ।

চ্যাথাম হাউজের নতুন প্রতিবেদনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, মহাকাশ যান বা উপগ্রহে এমন হামলা হলে তার পরিণামে বিপর্যয় দেখা দেবে বিশ্বব্যাপী। এ জাতীয় হামলার মাধ্যমে হ্যাকাররা বাণিজ্যের ক্ষতি করতে তো পারবেই এমনকি সন্ত্রাসীদের হাতে তুলে দিতে পারবে অস্ত্র। বিমান চলাচল, যোগাযোগ এবং প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোকে মহাকাশের যন্ত্রপাতির ওপর একান্তভাবে নির্ভর করতে হয়। অথচ এ গুলো অরক্ষণীয় অবস্থায় রয়েছে।

সাইবার হামলা ঠেকানোর ক্ষেত্রে অন্যতম বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠছে প্রযুক্তির অবিশ্বাস্য উন্নয়ন। উন্নয়নের এ গতি এতই দ্রুত যে এর সঙ্গে তাল রাখতে যেয়ে হাঁপিয়ে পড়ছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া, এ জাতীয় হামলা ঠেকানোর পদক্ষেপ সমন্বয়ের কোনো আন্তর্জাতিক সংস্থাও নেই বলেও চ্যাথাম হাউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ