Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জুকারবার্গের ওপর রাশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা!

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০১:২৭

মার্ক জুকারবার্গ

আইটি লাইভ: এবার ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেন প্রশ্নে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাল্টা জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

ওই নিষেধাজ্ঞায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও মার্ক জুকারবার্গসহ আমেরিকা ও কানাডার আরো অনেক বিশিষ্ট নাগরিকের নাম রয়েছে। খবর এএফপি’র। কানাডার নাগরিকদের নামের তালিকার অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যোগাযোগ বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ক্যামেরন আহমেদ এবং কানাডার স্পেশাল অপারেশনস ফোর্সেস কমান্ডার স্টিভ বইভিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমেরিকার ২৯ এবং কানাডার ৬১ নাগরিকের ওপর আরোপ করা এ ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকাল পর্যন্ত বলবৎ থাকবে। এসব নাগরিকের মধ্যে উভয় দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিকরা অন্তর্র্ভূক্ত রয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পেন্টাগন মুখপাত্র জন কিরবি ও ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকস।


ঢাকা, ২২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ