Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কারিগরি ত্রুটি, হঠাৎ বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট !

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ০৩:৫৯

আইটি লাইভ: বিশ্বজুড়ে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ করা হয়েছে। কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই ওই সব অ্যাকাউন্ট বন্ধ করা হয়। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড তথা সামাজিক নীতিমালা ভঙ্গ হতে পারে এমন কাজ না করা সত্যেও এসব অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, বন্ধ হওয়া ওই সব অ্যাকাউন্ট মালিকদের ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন "আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, কারণ এটি আমাদের 'কমিউনিটি স্ট্যান্ডার্ড' অনুসরণ করেনি। এ সিদ্ধান্ত আর বদলানো যাবে না।"

ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের আগে কোনো ধরনের সতর্কবার্তা তারা পাননি। অ্যাকাউন্ট কোন নীতি ভেঙেছে, সে বিষয়ে ফেসবুক কিছুই বলেনি।

জেন রবার্টস নামের একজন বিবিসিকে বলেন, আমি বেশ কিছুদিন ধরে ফেসবুকে কোনো পোস্ট কিংবা মন্তব্য করিনি। ফলে আমি এমন কিছু করেছি, যা আপত্তিকর বলে মনে হতে পারে। এরপরও আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

জেন আরো জানান, বন্ধ হওয়া ওই অ্যাকাউন্টে আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে পারিবারিক অসংখ্য ছবি রয়েছে। এজন্য আমি খুব কষ্ট পাচ্ছি।

ফেসবুকের মেটার শীর্ষ কর্মকর্তা অ্যান্ডি স্টোন এক টুইট বার্তায় জানিয়েছে, ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে কিছু ব্যবহারকারীর সমস্যায় পড়েছেন। বিষয়টি এরই মধ্যে আমরা অবগত হয়েছি। কেন এমন হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ