Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টুইটারের ৩ বিলিয়ন ডলারের শেয়ার কিনলেন ইলন মাস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ২০:২৮

আইটি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ৩ বিলিয়ন ডলার সমমূল্যের ৯ দশমিক ২ শতাংশের শেয়ার কিনেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার নিউইয়র্ক ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২৭ শতাংশের বেশি বেড়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ পর্যন্ত টেসলার প্রতিষ্ঠাতা সামাজিক যোগাযোগমাধ্যমটির ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নেন; যার মূল্য ২৮৯ কোটি ডলার।

বর্তমানে কোম্পানিটির বৃহত্তম শেয়ারহোল্ডার ইলন মাস্ক। ২ দশমিক ২৫ শতাংশ শেয়ারের মালিক টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে চারগুণ বেশি শেয়ারের মালিক তিনি।

ইলন মাস্ক একজন নিয়মিত টুইটার ব্যবহারকারী। তার ৮ কোটির বেশি ফলোয়ার রয়েছে। যদিও সম্প্রতি তিনি নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করার বিষয়ে ‘গুরুত্বসহ চিন্তা’ করছেন।

তিনি স্পেসএক্স এবং নিউরালিংকসহ তার মালিকানাধীন কোম্পানিগুলোর আপডেট জানাতে নিয়মিত টুইটার ব্যবহার করেন। সূত্র: বিবিসি

ঢাকা, ০৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ