Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

শ্রীলঙ্কায় কারফিউ, VPN দিয়ে প্রধানমন্ত্রীর ছেলের টুইট!

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০৩:০৩

আইটি লাইভ: খাদ্য ও জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বিক্ষোভ দমন করতে কারফিউ জারি করেছে সরকার। একই সঙ্গে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। গত শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করে দেশটির সরকার।

কিন্তু সরকারের এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বড় ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসে। যিনি বর্তমানে 'VPN' এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মন্ত্রী নামাল রাজাপাকসে লিখেছেন, "আমি কখনোই সোশ্যাল মিডিয়া ব্লক করার মতো হীন সিদ্ধান্তকে মেনে নেবো না। VPN এর মাধ্যমে (ঠিক যেমন আমি এখন ব্যবহার করছি) এই ধরনের নিষেধাজ্ঞাগুলোকে সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া যায়। আমি কর্তৃপক্ষকে আরও প্রগতিশীল চিন্তা করার জন্য এবং এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানাই।"

উল্লেখ্য, নামালকে তার পরিবারের উত্তরসূরী বলে মনে করা হয়। বাবা মাহিন্দা নামালকে দেশের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে তৈরি করছেন বলেও শোনা যায়। ২০১০ সালে মাত্র ২৪ বছর বয়সে শ্রীলঙ্কার সংসদে জনপ্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন নামাল।

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ