Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এবার বাজারে আসছে ‘নাথিং ফোন’

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২, ০৩:১৯

আইটি লাইভ: এবার বাজারে নিয়ে আসছে ‘নাথিং ফোন’। আইফোনের বিকল্প হিসেবে নাথিং ফোনটি নিয়ে আসছে হার্ডওয়্যার কোম্পানি নাথিং। ফোনটি তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে। ফোনটির প্রথম উন্মোচন অনুষ্ঠানে কার্ল পেই বলেন, ‘আমরা অ্যাপলের সবচেয়ে কাছাকাছি বিকল্প তৈরি করেছি।

এবষিয়ে প্রতিষ্ঠানটির মালিক ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই জানান, এ ফোনটি অ্যাপলের আইফোনের বিকল্প হয়ে উঠবে। ভিন্ন ভিন্ন প্রযুক্তি একত্রিত করাই নাথিংয়ের শক্তি।

এসময় তিনি আরো বলেন, অ্যাপলের শক্তি হচ্ছে, তারা নিজেরাই চিপসেট তৈরি করে এবং নিজেদের তৈরি সব ওএসইএস পরিচালনা করে। অন্যদিকে নাথিং একটি ‘ভিন্ন এবং উন্মুক্ত ইকোসিস্টেম’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে ‘পণ্যের একটি বন্ধ পরিসীমার মধ্যে থাকার বাধ্যবাধকতার পরিবর্তে নিজের পছন্দসই ব্র্যান্ড ব্যবহার করা যাবে।

জানা গেছে, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকছে। ‘নাথিং ওএস’ অ্যান্ড্রয়েড স্কিন ‘সব ধরনের ব্লোটওয়্যার সরিয়ে দেবে’ একই সঙ্গে অ্যাপগুলো ‘অত্যন্ত দ্রুতগতিতে লোড হওয়ার’ মসৃণ ও অভিন্ন অভিজ্ঞতা পাওয়া যাবে।

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ