Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হঠাৎ ফেসবুক বিড়ম্বনা!

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৭, ০০:৪৭


আইটি লাইভ: বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই আজ শনিবার সকাল থেকে তাদের অ্যাকাউন্ট বন্ধ পাচ্ছেন। যার ফলে অনেকেই হঠাৎ করে ফেসবুক বিড়ম্বনায় পড়েছেন। এ অবস্থার মধ্যে পড়ে অনেকেই আবার অবাকও হয়েছেন। এখন বন্ধ হওয়া অ্যাকাউন্ট চালু করতে যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলছে ফেসবুক।

জাতীয় পরিচয়পত্র, মেইল ঠিকানা ও অ্যাকাউন্ট নাম ফেসবুকের কাছে পাঠিয়ে তা পর্যালোচনার জন্য জমা দিতে বলা হচ্ছে। হেল্প সেন্টারে গিয়ে ‘সাবমিট অ্যান আপিল’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে তা পর্যবেক্ষণে রাখছে ফেসবুক।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হওয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এক বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়েছিল ফেসবুক। কিন্তু অনেক ব্যবহারকারীই জানতেন না ফেসবুকের ওই ঘোষণা।

তাই হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ পেয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েন তাঁরা। এ ছাড়া ঠিকঠাক থাকা সত্ত্বেও অনেকের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সবকিছু ঠিক থাকার পরও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এরকম অভিযোগ রয়েছে। অনেকেরই। নরসিংদীর এক বাসিন্দা জানান, ‘আজ সকালে আমার এক কাজিনের সাথে ফেসবুকে চ্যাট করছিলাম। চ্যাট শেষে অ্যাকাউন্ট থেকে লগ আউট করি। পরে আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারিনি। এমনকি আমার অ্যাকাউন্ট খুঁজেই পাওয়া যাচ্ছে না।’

তিনি আরো বলেন, আমরা ফেসবুক চালাতে চালাতে অব্যস্ত হয়ে গেছি। এছাড়া বিকল্প কিছু কল্পনা করতে পারি না। ফেসবুক কর্তৃপক্ষের এই সিন্ধান্তে আমার মতো অনেককেই এই বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

ফেসবুকের টেকনিক্যাল ম্যানেজার শবনম শাইক এক বার্তায় জানান, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন প্রতারণা করা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্টগুলো বিভিন্ন ফেসবুক পেজে প্রথমে লাইক দেয়। পরে সেসব পেজের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্টের মাধ্যমে বিভ্রান্তি ও নিজেদের প্রচারণা (স্প্যামিং) চালায়। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ