Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘ফেসবুক বন্ধে এখনো সিদ্ধান্ত হয়নি’

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৭, ২৩:২৮



লাইভ প্রতিবেদক: ফেসবুক বন্ধের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে পাঠানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে তারা।

এর আগে ‘ছাত্র ও তরুণদের উন্নতির জন্য’ প্রতি রাতে ছয় ঘণ্টার জন্য ফেসবুক বন্ধের বিষয়ে মতামত চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে তরুণসমাজকে ফেসবুক আসক্তি থেকে মুক্ত করার জন্য এ ধরনের পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকার।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পর্যালোচনা করে মতামত দেবে বলেও জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন। আর এ বিষয়ে মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ