Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইফোনে ৮ সাথে থাকছে তারহীন চার্জার

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৬, ২৩:৩৯

আইটি লাইভ: তথ্য প্রযুক্তি উন্নতির শিখরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আর হয়তো চার্জার কেবল দিয়ে চার্জ দিতে হবে না আইফোন! চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন, যারা কি না অ্যাপলের বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণ করে, তারা 'ওয়্যারলেস চার্জিং' প্রযুক্তি নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

২০১৭ সালে অ্যাপলের যে নতুন আইফোন আসবে (সম্ভবত আইফোন-৮) তাতে যুক্ত করা হবে তারহীন চার্জিং প্রযুক্তি। কেজিআই সিকিউরিটিস এর বিশ্লেষক মিং-চি ক্যু 'অ্যাপল ইনসাইটে এমন তথ্য জানান।

তিনি জানান, ২০১৭ সালের আইফোন মডেল তারহীন চার্জিং সমর্থন করবে। তারহীন চার্জারের একচেটিয়া সরবরাহকারী পেগাট্রন এর সাথে থাকবে। অ্যাপলের স্মার্টওয়াচ ইতোমধ্যে তারহীন চার্জিং সমর্থন করে। তবে ফোনে তারহীন চার্জ পদ্ধতি কিভাবে থাকবে বা এর অ্যাক্সেসরি আলাদা কিনতে হবে কিনা তা এখনও জানা যায়নি।

এর আগে ক্যু জানিয়েছিলেন, ২০১৭ সালে আইফোনের তিনটি মডেল আসতে পারে। এগুলো হল- ৫.১"-৫.২" ইঞ্চি ওএলইডি, ৪.৭" টিএফটি-এলসিডি এবং ৫.৫" টিএফটি-এলসিডি এবং প্রতিটি মডেলে গ্লাস কেসিং এবং তারহীন চার্জিং থাকার সম্ভাবনা রয়েছে।

টিএফটি-এলসিডি হল বর্তমানে আইফোনের স্ক্রিনে ব্যবহার করা প্রযুক্তি এবং ওএলইডি পরবর্তী প্রজন্মের স্ক্রিন প্রযুক্তি যেখানে রংগুলোকে আরও সঠিকভাবে দেখা যাবে।

সূত্র: বিজনেস ইনসাইডার, অ্যাপল ইনসাইট


ঢাকা, ১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ