Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পৃথিবীটাই কম্পিউটার: নাদেলা

প্রকাশিত: ২৪ মে ২০১৮, ২২:৪১

আইটি লাইভ: মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার বলেন, পৃথিবীটাই একটি কম্পিউটার। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে পৃথিবীকেই একটি কম্পিউটার বলতে পারি যা ক্লাউড কম্পিউটিং, ইন্টার অব থিংস দ্বারা পরিপূর্ণ। লন্ডনে আয়োজিত কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

মাইক্রোসফটের প্রধান নাদেলা আরো বলেন, ‘গোটা বিশ্ব আজ ডিজিটালাইজেশনের দিকে ধাবিত হচ্ছে। প্রযুক্তির ব্যবহারে হাতের মুঠুই পেয়েছে পুরো পৃথিবীকে। আর এই প্রযুক্তির সুফল ব্যাপকভাবে সবখানে সমাদৃত হচ্ছে।

প্রতিটি জিনিসে, প্রত্যেক ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি, কাজের ক্ষেত্র বা বিনোদনেও এটি ঘটছে। পৃথিবীটাকে কম্পিউটার হিসেবে কল্পনা করা দারুণ মজার। আমরা যেহেতু সামনে এগোচ্ছি, এটিকে সঠিক রূপক বলা যেতে পারে।’

নাদেলা বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মাইক্রোসফটের পরিকল্পনার মূলে। সামনে যত এগোব, বিশেষ করে অ্যাপ্লিকেশন ও প্ল্যাটফর্মের ক্ষেত্রে, সবকিছুই এআইনির্ভর হবে।’

মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের সব পণ্য একসঙ্গে যুক্ত করার কথা ভাবছে বলে জানান নাদেলা। তিনি বলেন, ‘আপনার চারপাশে যত কম্পিউটিং শক্তি আছে, তা কাজে লাগাতে পারছেন আপনি আর এতে সবার সঙ্গে বৈঠকের প্রচলিত ধারণা বদলে যাচ্ছেই। একেই পুরো বিশ্ব একটি কম্পিউটার, সে ধারণা সঙ্গে মেলানো যায়।’

প্রতিবছর রেফ্রিজারেটর, ড্রিল মেশিন কিংবা টোস্টারের মতো যন্ত্র থেকে শুরু করে নানা ডিভাইসে ৯০০ কোটির বেশি মাইক্রোকন্ট্রোলার বাজারে আসছে। এসব যন্ত্রকে ক্লাউডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের।

তথ্যপ্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই মাইক্রোসফটে বিভিন্ন রূপান্তর নিয়ে কাজ করছেন নাদেলা। ক্লাউড প্রযুক্তি, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) মতো প্রযুক্তিগুলোকে গুরুত্ব দিচ্ছেন তিনি। মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড ব্যবসা গত প্রান্তিকেই ৯৩ শতাংশ বেড়েছে। গত মার্চ মাসে ক্লাউড ও এআইকে গুরুত্ব দিয়ে উইন্ডোজ ও ডিভাইস গ্রুপকে পৃথক করেছে মাইক্রোসফট।

 

ঢাকা, ২৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ