Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে প্রাণ ফিরে পেলো বেতবুনিয়ার ভূ-উপগ্রহ

প্রকাশিত: ১৯ মে ২০১৮, ২১:৪৪

আইটি লাইভ: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পর রাঙ্গামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহকেন্দ্রকে সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে। কেন্দ্রের ৫ একর জায়গায় গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসম্বলিত দ্বিতীয় গ্রাউন্ড। দীর্ঘ ৪৩ বছর পর নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ভূ-উপগ্রহ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অরল্যান্ডের কেপ কেনেডি সেন্টার থেকে গত ১১ মে বাংলাদেশ সময় রাত ২:১২টায় সফল উৎক্ষেপণ হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর। পৃথিবীর কক্ষপথে যাওয়ার পর বঙ্গবন্ধু-১ সংকেত পাঠায় গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার দু’টি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনে।

স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনে অবকাঠমো তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ ভূ-উপগ্রহ কেন্দ্র নতুন উদ্যোমে প্রাণ ফিরে পাওয়ায় উৎফুল্ল ও গর্বিত রাঙ্গামাটিবাসী। ১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেছিলেন ১৬২ একর জয়িগার ওপর স্থাপিত বেতবুনিয়ার ওই ভূ-উপগ্রহ কেন্দ্র।

স্থানীয়রা বলছেন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন চালু হওয়ায় নতুনভাবে জেগে উঠেছে রাঙামাটি।

 

ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ