Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে যাচ্ছে আগামীকাল

প্রকাশিত: ৯ মে ২০১৮, ২০:০২

আইটি লাইভ: আগামীকাল বৃহস্পতিবার ১০ মে উৎক্ষেপণের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে স্পেসএক্স। সংস্থাটির এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগের ব্যবস্থা প্রবেশ করবে এক অভূতপূর্ব নতুন বিশ্বায়নের যুগে। বাংলাদেশের যে সকল টিভি চ্যানেল এবং বেশ কিছু বেতার কেন্দ্র রয়েছে তা মূলত সিঙাপুর ভিত্তিক স্যাটিলাইটের সাহায্যে তাদের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।

আর স্যাটেলাইটের ভাড়া বাবদ বাংলাদেশকে প্রতি বছর গুনতে হয় ১২৫ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে এটা শুন্যের কোটায় নেমে আসবে। এছাড়া ইন্টারনেট যোগাযোগের জন্য জরুরীভাবে ব্যবহার করা যাবে।

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আগামী ১০ মে মহাকাশে ডানা মেলবে। জানা গেছে, স্পেসএক্সের উৎক্ষেপণের শীর্ষ তালিকায় রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি স্পেসএক্স-এর বরাত দিয়ে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে। মঙ্গলবার বিকেলে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের চূড়ান্ত সময় হালনাগাদ করা হয়েছে। ফলে স্পেসফ্লাইট নাউ-এর অনলাইনে এবং স্পেসএক্স এর ওয়েবসাইটে নতুন সময়সূচি দেখা যাচ্ছে। সেখানে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য চূড়ান্ত দিনক্ষণ লেখা হয়েছে ১০ মে।

এই প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হচ্ছে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। আর ঋণ হিসেবে এইচএসবিসি ব্যাংক বাকি ১ হাজার ৩৫৮ কোটি টাকা দিচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।

গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লোরিডায় উৎক্ষেপণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। আর ক্যাপ ক্যানাভেরালে থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মে সকাল ৮টায় (বাংলাদেশ সময় ৮ মে) মহাকাশে যাত্রা করার কথা ছিল স্যাটেলাইটটির। তবে কারিগরি ত্রুটি ও আবহাওয়া প্রতিকূলে থাকায় নির্ধারিত দিনে মহাকাশে যাত্রা করতে পারেনি স্যাটেলাইটটি।

৪ মে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে ঘুর্নিঝড় একটি সাধারণ দুর্যোগ। এসময় উপকূল অঞ্চলে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে উপকূল অঞ্চলের সার্বিক জানমালের ক্ষতির পরিসংখ্যান ও ক্ষতিগ্রস্থ মানুষদের তথ্য পেতে বিরাট সময় নষ্ট হয়। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থাকলে এ সমস্যাগুলির সমাধান নিশ্চিত করা যাবে।

 

ঢাকা, ৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ