Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাপানে আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস

প্রকাশিত: ৯ মে ২০১৮, ০৩:৫৩

আইটি লাইভ: এশিয়ার তথ্য-প্রযুক্তির মিলনমেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইক। বিশ্বের বিভিন্ন দেশের তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের অত্যাধ্যুনিক সেবাসমূহ তুলে ধরেবেন জাপানের এই তথ্য-মেলায়।

আইটি উইক তথ্য-প্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা। টোকিওতে ৯-১১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য জাপান আইটি উইকে প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বেসিস।

বেসিস থেকে এবার ১৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান, জাপান আইটি উইকের অন্যতম বৃহত্তম বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে। পাশাপাশি, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদের নেতৃত্বে অংশ নিচ্ছে মোট ৩৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।

এ প্রসঙ্গে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, জাপান আইটি উইক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যে নিজেদের দক্ষতা প্রদর্শনের অন্যতম বড় মাধ্যম।

বিগত কয়েক বছর ধরে বেসিস, সদস্যদের জাপান আইটি উইকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এতে করে জাপানে বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাত সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে অনেক জাপানি বিনিয়োগকারি বাংলাদেশি প্রতিষ্ঠানে ইতিমধ্যে বিনিয়োগ শুরু করেছেন।

এবারে, জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, বিডিটাস্ক, প্রাইডসিস আইটি লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ইক্সোরা সল্যুশন লি., শিওর সফট টেকনোলজি লিমিটেড, ই-জেনারেশন লি., লিডসফট বাংলাদেশ লিমিটেড, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লি., সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া৩৬৫ লিমিটেড, ডেসটিনি ইনকরপোরেশন, ইনফোক্রেট সল্যুশনস লি. এবং বিজেআইটি লিমিটেড।

এছাড়া প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান, একেআর টেকনোলজি, আর্কলাইট সিস্টেমস লি., ডেটাফোর্ট লিমিটেড, মিডিয়াসফট ডেটা সিস্টেমস লি., এথিকস এডভান্স টেকনোলজি লি., র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লি.।

বেসিস থেকে ৩৫ সদস্যের প্রতিনিধিদলের পাশাপাশি জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিএস এবং তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল।

এ ব্যাপারে জাপানের আইটি উইকে অংশ নেয়া প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিস জাপান ফোকাস গ্রুপের কনভেনার রাশাদ কবির জানান, জাপানের আইটি মার্কেট দিনদিন বড় হচ্ছে। বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর জন্য এই আইটি ফেয়ার মার্কেট বৃদ্ধি করার একটি বড় সুযোগ এই জাপান আইটি উইক।

তিনি বলেন, শুধু তাই না, এক্সিবিটর এবং ভিজিটর কোম্পানিগুলোর যেন তাঁদের লোকাল পার্টনার খুঁজে নিতে পারে সে জন্য আমরা এবার দুটি নেটওয়ার্কিং ডিনারের ব্যবস্থা করেছি। একটি বুধবার রাতে জাপানের বাংলাদেশি আইটি প্রফেশনাল গ্রুপের সাথে অন্যটি বৃহস্পতিবার ২০টি জাপানিজ কোম্পানিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

ঢাকা, ৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ