Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেসিসের নতুন প্রেসিডেন্ট আলমাস কবীর

প্রকাশিত: ১ এপ্রিল ২০১৮, ০৩:২১

আইটি লাইভ: বেসিসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৈয়দ আলমাস কবীর। এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফারহানা এ রহমান। ভাইস প্রেসিডেন্ট পদে শোয়েব এ মাসুদ ও মুশফিকুর রহমান দায়িত্ব পালন করবেন। শনিবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী বৈঠকে নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে টিম হরাইজন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

সাধারণ ক্যাটাগরিতে টিম হরাইজনের আট সদস্যের মধ্যে ছয় জন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ ক্যাটাগরিতে অন্য দুই বিজয়ী হয়েছেন দোহাটেক নিউ মিডিয়ার প্রধান নির্বাহী লুনা শামসুদ্দোহা এবং ফ্লোরা লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলামের ডিউক।

আর অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে জয় পেয়েছেন আজকেরডিল ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর। টিম হরাইজন থেকে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও এবং প্যানেলটির দলনেতা সৈয়দ আলমাস কবীর ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান পেয়েছেন ১৭৮ ভোট, বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ ১৮১ ভোট, জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন ১৮০ ভোট, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান ১৮৩ ভোট এবং শুটিং স্টার লিমিটেডের এমডি দিদারুল আলম সানি ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসে শনিবার ২০১৮-২০২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে মোট ভোট পড়ে ৩৯৭টি, যার মধ্যে সঠিক ভোট ৩৮৪। আর অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোট পড়ে ১৪৫টি যার মধ্যে সঠিক ভোট ১৪১টি। এর আগে ৪ মার্চ বেসিস নির্বাচন বোর্ড প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে।

সেই তালিকায় মনোনয়পত্র জমা দেয়া ৪০ জনের নাম ছিল। নির্বাচনে অংশ নিতে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তবে সর্বশেষ প্রার্থিতা প্রত্যাহার করার পর নির্বাচনে তিন প্যানেলে ২৬ প্রার্থী এবং অ্যাসোসিয়েট হিসেবে ৫ প্রার্থী অংশ নেন।এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তিতে নারী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার নেতৃত্বে ‘প্যানেল উইন্ড অব চেইঞ্জ’, মোস্তাফা রফিকুল ইসলামের ডিউকের নেতৃত্বে প্যানেল ‘টিম বিজয়’ এবং বর্তমান সভাপতি আলমাস কবীরের নেতৃত্বে ‘টিম হরাইজন’ প্রতিদ্বন্দ্বিতা করে।

বেসিস নির্বাচনে বিজয়ী যারা

কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে বিজয়ীরা হলেন, একেএম ফাহিম মাসরুর, পরিচালক, আজকের ডিল ডটকম লিমিটেড (অ্যাসোসিয়েট মেম্বার), শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক, বিজনেস অটোমেশন লিমিটেড (জেনারেল মেম্বার), লুনা শামসুদ্দোহা, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দোহাটেক নিউ মিডিয়া (জেনারেল মেম্বার), মোস্তফা রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক, ফ্লোরা টেলিকম লিমিটেড (জেনারেল মেম্বার), সৈয়দ আলমাস কবীর, প্রধান নির্বাহী কর্মকর্তা, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড (জেনারেল মেম্বার), দিদারুল আলম, মহাব্যবস্থাপক, শুটিং স্টার লিমিটেড (জেনারেল মেম্বার), মুশফিকুর রহমান, ম্যানেজিং পার্টনার, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেড (জেনারেল মেম্বার), ফারহানা এ রহমান, চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউওয়াই সিস্টেমস লিমিটেড (জেনারেল মেম্বার), তামজিদ সিদ্দিক স্পন্দন, মহাব্যবস্থাপক, জানালা বাংলাদেশ লিমিটেড (জেনারেল মেম্বার)।

 

ঢাকা, ৩১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ