Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভিআর ক্যামেরা কোম্পানি কিনছে গুগল

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৮, ০৪:১৫

আইটি লাইভ: ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ক্যামেরা কোম্পানি ‘লিট্র’ কিনে নিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটি লাইট ফিল্ড প্রযুক্তি নিয়ে কাজ করে। লাইট ফিল্ড ও ডিজিটাল ইমেজিং প্রযুক্তি নিয়ে তাদের ৫৯ টি পেটেন্ট রয়েছে। গুগল তাদেরকে কিনতে ব্যয় করছে অন্তত ৪০ মিলিয়ন ডলার। লিট্র যাত্রা শুরু করে ২০০৬ সালে। ছবি তোলার পর পুনরায় ফোকাস করার সুবিধা দেওয়ার লক্ষ্যেই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

লিট্র এপর্যন্ত দুটি ক্যামেরা বাজারে ছেড়েছে। যার কোনোটাই ভালো ব্যবসা করতে পারেনি। তাই তারা লাইট ফিল্ড ভিডিও সলিউশন সেবা দিতে শুরু করে। গত বছর কোম্পানিটি ক্যামেরা বানানো বন্ধ করে দিয়ে লিট্র ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করে। এখানে রিফোকাসিং ও থ্রিডি ডেপথ ফিচার নিয়ে ফটোগ্রাফারদেরকে কাজ শেখানো হয়ে থাকে।

নিজেদের ভিআর প্রযুক্তির আরও উন্নতি ঘটাতেই লিট্রকে কেনার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এর আগে গত সপ্তাহেই এইচটিসি ভাইভ, অকুলাস রিফ্ট ও উইন্ডোজ মিক্সড রিয়েলিটি হেডসেটের জন্য ‘ওয়েলকাম টু লাইট ফিল্ড’ নামে একটি অ্যাপ ছাড়ে গুগল।

 


ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ