Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুর্ঘটনার শিকার ’অটোপাইলট’ টেসলার গাড়ি

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৮, ০২:০৭

আইটি লাইভ: দুর্ঘটনার কবলে পড়েছে টেসলার স্বচালিত সেডান গাড়ি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অটোপাইলট চালু অবস্থায় এই ঘটনা ঘটেছে। আইএএনএস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সোমবার টেসলা মডেল এস সেডান গাড়িটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে তদন্তের জন্য তদন্তকারীদের পাঠানো হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি) একটি স্বাধীন সরকারি সংস্থা। যুক্তরাষ্ট্রের পরিবহন দুর্ঘটনার তদন্তের দায়িত্ব এই সংস্থার হাতে। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের জন্য দুই তদন্তকারীকে পাঠিয়েছেন।

টেসলা অটোপাইলট ফিচার নিয়ে এই নিরাপত্তা সংস্থার তদন্তের দ্বিতীয় ঘটনা এটি। টেসলাসহ বড় বড় অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো দ্রুত স্বচালিত যান আনার অনুমোদন পেতে সরকারি বিধিমালা তৈরির দাবি জানাচ্ছে।

 

ঢাকা, ২৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ