Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফেসবুক ব্যবহারে বাড়বে আয়ু!

প্রকাশিত: ১৮ নভেম্বার ২০১৬, ০১:৩৮

 



 

আইটি লাইভ: বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সকল বয়সী নারী পুরুষ আজ দিনের অধিকাংশ সময় অতিবাহিত ফেসবুকে করেন। তবে স্যোশাল মিডিয়ায় মাত্রাতিরিক্ত সময় কাটানো কতটা প্রভাব ফেলছে আমাদের নিত্য জীাবনে?

৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির জার্নালে প্রকাশিত হয় এক প্রতিবেদনে জানানো হয় ফেসবুকের সদব্যবহারে  মানুষের আয়ু বাড়ে।

যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির পরিমিত ব্যবহার আয়ুষ্কাল বাড়াতে ভূমিকা রাখে, যদি সে ব্যবহারের ফলে বাস্তব জীবনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

গবেষক উইলিয়াম হবসের মতে, অনলাইনে আলাপচারিতা স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হতে পারে যদি তা পরিমিত পর্যায়ের হয়। অনেক সময় অফলাইনেও এর প্রতিফলন দেখা যায়। অর্থাৎ সে সম্পর্কটি যদি অফলাইনেও একই রকম পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া যুক্ত হয়, তবে ভালই। অন্যদিকে বাস্তব জীবনের সম্পর্ক ব্যতীত যাঁরা অনলাইনে অনেক সময় ব্যয় করেন, তাঁদের ক্ষেত্রে এর ফলাফল হয় নেতিবাচক। তাঁদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আসক্তি বরং মৃত্যু ত্বরান্বিত করে।

এই গবেষণায় অংশগ্রহণকারীরা ১৯৪৫ থেকে ১৯৮৯ সালের মধ্যে জন্মগ্রহণকারী ক্যালিফোর্নিয়ায় ১ কোটি ২০ লাখ মানুষ। তাঁদের ফেসবুক প্রোফাইলের নাম এবং জন্মতারিখ যাচাই করার জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেন গবেষকেরা। তাতে দেখা গিয়েছে, যাঁরা প্রায়ই ফেসবুক ব্যবহার করেন, তাঁরা ফেসবুক ব্যবহার করেন না এমন ব্যক্তিদের তুলনায় দীর্ঘজীবী হন।
 
ঢাকা, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ