Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মোবাইলের ডেটা খরচ বাঁচাতে এলো গুগলের নয়া অ্যাপ

প্রকাশিত: ১৫ ডিসেম্বার ২০১৭, ০২:০৮

 

আইটি লাইভ: মোবাইল ডেটা খরচ কমাতে চান? ভাববেন না। এবার গুগল নিয়ে এসেছে নতুন একটি অ্যাপ। এই খরচ কমানোকে কেন্দ্র করে চার দিকে লেগেছে হোইচোই। অ্যাপটির নাম Datally.। ভেঙে বললে Data ও Tally.। যার মাধ্যমে অন্য অ্যাপেদের অতিরিক্ত ডেটা খরচ রুখতে পারবেন ইউজার।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কোন ইউজার জানতে পারবেন কোন অ্যাপে কতটা ডেটা খরচ হচ্ছে। এবং প্রয়োজনে সে ডেটা ব্যবহার কামাতে পারবে ইউজার। এমনই দাবি গুগলের।

নেটওয়ারর্ক ব্যবহার এবং Wifi কানেকশনের ভিত্তিতে এই ডেটা নিয়ন্ত্রন করা যাবে বলে জানা গেছে। চলতে থাকা ডেটা বন্ধ করতে পারবেন ইউজার। এর ফলে এ্যাক্টিভ অ্যাপ গুলোর পারফর্মেন্সে কোনও প্রভাব পড়বেনা। শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত, সব অ্যাপেই ডাটা কমানোর অপশন থাকে। তবে তা মেনুর ভিতরে লুকানো থাকে। গুগোল Datally মাধ্যমে সে সব অপশন এক জায়গায় পাবে ইউজার।

এখন পর্যন্ত ফিলিপিন্সে এই অ্যাপ লঞ্চ করেছে গুগোল। সেখানে ৫ লাখ ইউজার এই অ্যাপ ব্যবহার করেছেন। এবং অন্যত্র Datally-র মাধ্যমে ডেটা ব্যবহার নিয়ন্ত্রন সম্ভব বলে মনে করছে গুগোল।

 

 

ঢাকা, ১৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ