
ঢাবি লাইভ: কালাজ্বর ব্যাধি শনাক্তকরণে দ্রুত ও কার্যকরী মলিকিউলার ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিমের নেতৃত্বে একদল গবেষক এই উদ্ভাবন করেন।
এই উদ্ভাবন প্রসঙ্গে এর আগে খুঁটিনাটি ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর উপস্থান করেন তিনি।
শনিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, কালাজ্বর শনাক্তকরণে গতানুগতিকভাবে অনুসৃত বোন ম্যারো, স্প্লিন এসপিরেট কিংবা লিভার বায়োপসির পরিবর্তে মূত্র নমুনা ব্যবহার করে গবেষক দল এই মলিকিউলার ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন করেন।
ঢাকা, ০২ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: