Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমসি কলেজে বাংলা বিভাগের বরণডালা নবীনবরণ

প্রকাশিত: ৭ ডিসেম্বার ২০১৭, ০০:৩৬


এমসি লাইভ: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের স্নাতক(সম্মান) ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের বরণডালা নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কলেজ ছাত্র মিলনায়তনে সকাল দশটায় নবীণ শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। বাংলা বিভাগের লেকচারার জিনি বেগম ও শিক্ষার্থী চন্দ্রিকা বড়ুয়া সঞ্চালনা এবং বাংলা বিভাগের প্রধান ড. সাহেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো. হারুন অর-রশীদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শেখ নজরুল ইসলাম প্রমুখ।

এসময় নবীনদের উদ্দেশ্যে কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, শিক্ষাজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই পরিশ্রমী, দৃঢ় প্রত্যয়ী ও বিনয়ী হতে হবে। সবার প্রতি সব পর্যায়ে সহযোগিতার হাত বাড়াতে হবে। তবেই সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানের শুরুতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। নবীনবরণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা গীতিনাট্য, আবৃতি, গান প্রভৃতি পরিবেশন করেন।

 


ঢাকা, ০৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ