Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

১২৫ বছরপূর্তি উদযাপন করছে না এমসি কলেজ

প্রকাশিত: ৪ ডিসেম্বার ২০১৭, ২০:৪৫


সোহেল আহমদ: ১৮৯২ সালে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে শিক্ষানুরাগী রাজা গিরিশচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন 'মুরারিচাঁদ কলেজ'। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১২৫ বছরপূর্তি করেছে ২০১৭ সালের ২৭শে জুন।

১৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া বর্তমান ১৪৪ একরের এ প্রতিষ্ঠানের উঁচু-নিচু টিলা, সবুজ গাছগাছালির ক্যাম্পাসে একাদশ(বিজ্ঞান), ডিগ্রী ও স্নাতক-স্নাতকোত্তরের ১৬টি বিভাগে অধ্যয়নরত প্রায় চৌদ্দ হাজার শিক্ষার্থী।

চলতি বছরের ডিসেম্বর মাসে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ১২৫ বছরপূর্তি উদযাপনের কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি নিতে অারো সময় লাগবে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারি মাসে কলেজ প্রশাসনের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাসে কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দকে আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর আ.আ.ম রিয়াজকে সদস্য সচিব করে দশ সদস্যবিশিষ্ট '১২৫ বছরপূর্তি উদযাপন' কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ।

প্রায় দশ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতির নিয়ে নভেম্বর-ডিসেম্বর মাসে ১২৫ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনা ছিলো কলেজ কর্তৃপক্ষের।

গেল জুলাই মাসে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্রবিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ১২৫ বছরপূর্তি উদযাপন ডিসেম্বরে হবে বলে উল্ল্যেখ করেছিলেন কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। নভেম্বর গিয়ে ডিসেম্বর মাস এলেও এধরনের অনুষ্ঠান উদযাপন বা এর কোনো ধরনের সাড়াই পাচ্ছেন না শিক্ষার্থীরা।

উদযাপন কমিটির তিনজন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, কলেজ প্রশাসন বর্তমানে এধরনের 'ঝুকিপূর্ণ' আয়োজন করবে না। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির উন্নতি হলে হয়তো আয়োজন হতে পারে।

'১২৫ বছরপূর্তি উদযাপন কমিটি'র অাহ্বায়ক ও কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরিক্ষাকেন্দ্রিক ঝামেলা থাকায় কমিটির সকলে এক হওয়া সম্ভব হয়নি। আগামী বছর ১২৫ বছরপূর্তি উদযাপনের করা হবে।

প্রস্তুতিতে নিতে সময়ের প্রয়োজন জানিয়ে উদযাপন কমিটির সদস্য সচিব আআম রিয়াজ বলেন, সব প্রস্তুতি শেষে আগামী বছরের ডিসেম্বর নাগাদ ১২৫ বছরপূর্তি উদযাপন করা হবে।

তবে কলেজ কর্তৃপক্ষ এ বছর এধরনের আয়োজন না করলেও অভিযোগ আছে, কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এধরনের আয়োজন করতে চাইলে তাদেরকে '১২৫ বছরপূর্তি উদযাপনের নামে কোনো ধরনের অনুষ্ঠান করতে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শতবর্ষী ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ১২৫ বছরপূর্তিকে কেন্দ্র করে এর উদযাপন না করা কিংবা ক্রোড়পত্র, ম্যাগাজিন ইত্যাদি বের না করার পেছনে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাকেই দেখছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী এ প্রতিবেদককে বলেন, সৌন্দর্য বর্ধনের নামে খাল কাটার জন্য কলেজ প্রশাসন লাখ লাখ টাকা খরচ করতে পারলেও এধরনের সৃজনশীল আয়োজনে না থাকাটা দুর্ভাগ্যের। অথচ সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতার নামে প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণের টাকা নেয় কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা গেছে, প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে সাহিত্য-সংস্কৃতি ও ম্যাগাজিন বাবদ জনপ্রতি ৮০ টাকা করে নেয়া হয়। এমসি কলেজের শতবছরের ঐতিহ্য ম্যাগাজিন 'পূর্বাশা' ১৯৯১-৯২ সালে প্রকাশের পর ২০০৭ সালে প্রকাশিত হয়। দীর্ঘ আট বছরের বিরতির পর ২০১৬ সালে পুনরায় প্রকাশ করা হয় ম্যাগাজিনটি।

কলেজের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী জামিল আহমদ বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী অর্থমন্ত্রী আবুল মাল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মতন গুণীরা বর্তমান থাকাকালীন সময়ে এধরনের আয়োজন এড়িয়ে চলা দু:খজনক।

উল্ল্যখ্য, ১৮৯২ সালে সিলেট নগরীর বর্তমান হাসান মার্কেট এলাকায় প্রতিষ্ঠা হয় ঐতিহ্যবাহী এ কলেজটির। ১৯২৫ সালে সিলেট নগরীর টিলাগড়ের থ্যাকারে টিলায় ১১২ একর জায়গাজুড়ে কলেজ ভবন নির্মাণ শেষ হলে স্থায়ী হয় বর্তমান ক্যাম্পাস।

 

 

ঢাকা, ০৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ