Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সুনামগঞ্জে শিক্ষাবিস্তারে মুক্তিযোদ্ধার অনশন

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৭, ০৪:০৮

 

সুনামগঞ্জ লাইভ: এবার শিক্ষার জন্যে মাঠে নামলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি অনশন করলেন। জানালেন তার অনুভূতি আর কস্টের কথা। হুশিয়ার করলেন যারা শিক্ষা নিয়ে চিনিমিনি খেলে। ঘটনাটি সুনামগঞ্জের।

কলেজে ক্লাশ না হওয়ায় সুনামগঞ্জে মালেক হুসেন পীর নামে এক মুক্তিযোদ্ধা একটানা আড়াই ঘণ্টা অনশন করেছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা আমার কার্যালয়ের বাইরে বসে থেকে প্রতিবাদ করছেন জানামাত্র আমি তার সঙ্গে দেখা করে কথা বলেছি। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় তিনি এ অনশন করেন। এ সময় তিনি কলেজে শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাস নেয়া ও প্রাইভেট পড়া বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর জানান, তার মেয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক শিক্ষার্থী। বুধবার তার ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা ছিল।

পরীক্ষা শেষে তিনি মেয়ের কাছে পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে মেয়ে জানায়, পরীক্ষা ভালো হয়নি। এ বিষয়ে কলেজে কোন ক্লাস না হওয়ায় পরীক্ষায় ভালো হয়নি বলে বাবাকে জানায় মেয়ে।

মালেক হোসেন বলেন, ‘আমার প্রতিবাদ কেবল আমার মেয়ের জন্য নয়, বরং পুরো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, ক্লাস না নিয়ে প্রাইভেট পড়ানোসহ সবধরনের শিক্ষাবিরোধী কার্যক্রম দ্রুত বন্ধ করা উচিৎ।'

 

ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ