Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমসিডিএফ এর সভাপতি রেদওয়ান, সম্পাদক বিপ্লব

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৭, ০২:৪৯

 

এমসি লাইভ: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের বিতার্কিদের সংগঠন মুরারিচাঁদ ডিবেট ফেডারেশন (এমসিডিএফ) এর সাধারণ পরিষদ গঠিত হয়েছে।

এমসি কলেজ প্রিন্সিপাল ও এমসিডিএফ প্রধান পৃষ্টপোষক প্রফেসর নিতাই চন্দ্র চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রেদওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম বিপ্লব।

'যুক্তির শানিত স্রোতে সৃজিব মুক্তির মহাকাল' শ্লোগানে প্রতিষ্ঠা পাওয়া সংগঠনটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন শাবাজ মিয়া, ছাবিতুল ইসলাম ছামুন। সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাহেদ, আফসারা সামিয়া শোভা, জুবায়ের হোসেন। সাংগঠনিক সম্পাদক এম সালমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুনজির আলী মুন, রমজান আলী, তাইবা তাসনিম।

কলেজ ভাইস প্রিন্সিপাল, বিভাগীয় প্রধানবৃন্দ পৃষ্টপোষক হিসেবে থাকা সংগঠনটির সাধারণ পরিষদের অর্থ সম্পাদক অঞ্জন বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক নাজমুল হোসেন ইমন। দপ্তর সম্পাদক আহমেদ আল মাদানী, সহ-দপ্তর সম্পাদক তারেক আনোয়ার শিকদার ও নিয়াজ আহমদ।

কলেজের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি/সম্পাদক কার্যকরী পরিষদের সদস্য হিসেবে থাকা সংগঠনটির প্রচার সম্পাদক ধ্রুব সিদ্দিকি এবং গবেষনা সম্পাদক জাহিদুল ইসলাম সপু, শরীফুল চৌধুরী, সৌরভ ভট্টাচার্য, সাজ্জাদ হোসেন ইমন।

এছাড়াও সদস্য হিসেবে কলেজের বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের প্রতিটি বিভাগীয় ডিবেট ক্লাবের সদস্যগণ সাধারন পরিষদ সদস্য হিসেবে সংগঠনটির অন্তর্ভূক্ত থাকবেন।

মুরারিচাঁদ ডিবেট ফেডারেশনের চীফ মডারেটর হিসেবে রয়েছেন প্রফেসর শামীমা আখতার চৌধুরী, মডারেটর মোহাম্মদ বিলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ তৌফিক এজদানী চৌধুরী।

মুরারিচাঁদ ডিবেট ফেডারেশনের বাংলা বিতর্কে মডারেটর হিসেবে রয়েছেন কলেজ শিক্ষক অরুন চন্দ্র পাল, ড. সাহেদা আখতার, সুনীল ইন্দু অধিকারী ও শাহনাজ বেগম। ইংলিশ বিতর্ক ফেডারেশনের মডারেটর প্যানেলে রয়েছেন কলেজ শিক্ষক ড. আফরোজা খানম, মো. গিয়াস উদ্দীন, মো. জামাল উদ্দীন ও জিনি বেগম।

উল্ল্যখ্য, গত ১৪ নভেম্বর কলেজে বিতার্কিকদের সংগঠন হিসেবে 'Murari Chand Debate Federation-MCDF' প্রতিষ্ঠার অনুমতিপত্রে স্বাক্ষর করেন কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।


ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ