Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রিজওয়ানা অতিথি: এমসিতে পরিবেশ বিষয়ক সেমিনার স্থগিত

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৭, ২৩:৫৬

এমসি লাইভ: এমসি কলেজে অনুষ্ঠিতব্য হবিগঞ্জ ছাত্র সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত পরিবেশ বিষয়ক সেমিনার 'না করার অনুরোধে' সেমিনার স্থগিত করেছে আয়োজকরা।

রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে এমসি কলেজ অডিটোরিয়ামে হবিগঞ্জ জেলা ছাত্রসমন্বয় পরিষদ এমসি কলেজ শাখার উদ্যোগে “হবিগঞ্জের নদী ও শিল্প বর্জ্য:সমস্যা ও সমাধানের উপায়” শীর্ষক সেমিনার অনুষ্টিত হবার কথা ছিলো। তবে গতকাল রাত ১১টার দিকে অনুষ্ঠানের অনিবার্য কারণ দেখিয়ে সেমিনার না করার অনুরোধ করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি(বেলা)এর প্রধান নির্বাহী জনাব সৈয়দা রিজওয়ানা হাসান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ভিসি প্রফেসর মোহাম্মদ সালেহ উদ্দীন। মূল প্রাবন্ধিক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)হবিগঞ্জ শাখার সম্পাদক তোফাজ্জল সোহেল।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, পরিবেশ বিষয়ক সেমিনারটি বাতিলের জন্য সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের কয়েকজন নেতা কলেজ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি'র (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান 'সাবেক বিএনপি প্রতিমন্ত্রী কন্যাকে পরিবেশ বিষয়ক সেমিনারের প্রধান অতিথি করায় এরকমটা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এমসি কলেজের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগের কোনো কাজ থাকতে পারে না জানিয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু বলেন, সেমিনার বাতিলের বিষয়ে আমার জানা নেই।

কলেজ প্রিন্সিপাল নিতাই চন্দ্র চন্দ বলেন, আয়োজকরা কেন অনুষ্ঠান বাতিল করেছে আমার জানা নেই।

 

ঢাকা, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ