Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রফেসর পদে পদোন্নতি পেলেন এমসির পাঁচ শিক্ষক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৭, ০২:১৪

এমসি লাইভ: ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর পদে পদোন্নতি পেয়েছেন কলেজের ৪টি বিভাগের পাঁচজন শিক্ষক।

শনিবার ক্যাম্পাসে প্রফেসর পদে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের বিভাগগুলোতে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

এমসি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসরদের মধ্যে থেকে প্রফেসর পদে পদোন্নতি পাওয়া শিক্ষকবৃন্দ হলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পান্না রাণী রায়, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সালেহ আহমদ, দর্শন বিভাগের প্রধান আজাদ আতিকুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মাজহারুল ইসলাম ও সামিনা আমিন।

প্রফেসর পদে পদোন্নতি পাওয়া এমসি কলেজের শিক্ষকদের সকলেই ১৪তম বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষকতা জীবন শুরু করেন।

গত বৃহস্পতিবার(১৭আগষ্ট) দেশের ২৭৪ জন অ্যাসোসিয়েট প্রফেসরকে পদোন্নতি দিয়ে প্রফেসর পদে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করে। এতে এমসি কলেজের পাঁচজন শিক্ষককে প্রফেসর পদে পদোন্নতি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজ ভাইস-প্রিন্সিপাল হায়াতুল ইসলাম আকঞ্জি।

কলেজ সূত্রে জানা গেছে, এমসি কলেজের প্রফেসর পদে পদোন্নতি প্রাপ্ত এ শিক্ষকদের মধ্যে দর্শন বিভাগে প্রফেসররের পদ খালি থাকায় শিক্ষক আজাদ আতিকুর রহমান এমসি কলেজে কর্মরত থাকতে পারবেন।

বাকি চার শিক্ষকের মধ্যে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগে প্রফেসর পদ না থাকা ও উদ্ভিদবিদ্যা বিভাগে প্রফেসর বর্তমান থাকায় পরবর্তী পদায়নের আগ পর্যন্ত তারা এমসি কলেজে শিক্ষকতা করবেন। উল্ল্যেখ্য, এমসি কলেজে প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপালসহ মোট ১২টি প্রফেসর পদ রয়েছে।

 

ঢাকা, ১৯ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ