Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমসি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭, ২০:৪৮

সোহেল আহমদ, এমসি: সিলেটের ঐতিহ্যবাহী  মুরারিচাঁদ কলেজে এ বছর ৩৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩৩৪ জন।

২০১৭ সালের এইচএসসি পরিক্ষায় ৩৪০ জন পরিক্ষার্থী থাকলেও উপস্থিতি ছিলো ৩৩৭ জন এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৩।

জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৯.১১%।

গত বছর যেখানে ৩৪১ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে পাশের হার ছিলো ৯৮.২৪%। সামগ্রিকভাবে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর হার।

সকালে বিভিন্ন মারফতে জিপিএ-৫ এর হার কম দেখলেও প্রত্যাশা ছিলো, পাশাপাশি বুয়েটের জন্য ঠিকঠাক মতো সব হবে কি না এ নিয়ে দুশ্চিন্তা ছিলো তবে আল্লাহর রহমতে জিপিএ-৫ পেয়েছি। মা-বাবা ও শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞ বলছিলো মাজেদুর রহমান।

এমসি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক শফিক নেওয়াজ কন্যা নাজহাত নেওয়াজ বলছিলো, কাছের অনেক বন্ধু জিপিএ-৫ পায় নি তবে আমার প্রত্যাশায় ছিলো জিপিএ-৫ পাবো, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে।

দুপুর দুইটার দিকে কলেজ প্রিন্সিপাল হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের সামনে ফলাফল ঘোষনা করেন। এসময় শিক্ষকরা ফুলের স্টিক ও মিষ্টি খাওয়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের তাৎক্ষনিক সংবর্ধনা দেন।

 

ঢাকা, ২৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ