Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

হবিগঞ্জ কৃষি বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু

প্রকাশিত: ৯ নভেম্বার ২০২২, ২৩:২৫

হবিগঞ্জ কৃষি বিদ্যালয়

হবিগঞ্জ লাইভ: প্রথমবারের মতো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাসেত এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উপাচার্য ড. মোহাম্মদ আব্দুল বাসেত জানান, মঙ্গলবার থেকে টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য ও প্রাণী চিকিৎসা ও প্রাণী সম্পদ অনুষদে মোট ৯০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৩ এর জানুয়ারি থেকে শিক্ষাদান কার্যক্রম শুরু হতে পারে। এর আগেই শিক্ষক নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দেশের ৪৯তম পাবলিক ও ষষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয়।

জানা যায়, ২০২০ সালে জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন পাস হয়। ২০২১ সালের ২৩ মার্চ প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাসেত। বর্তমানে হবিগঞ্জ শহরতলীর ভাদৈ নামক স্থানে ভাড়া নেওয়া দুটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হবে।

ঢাকা, ০৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ