Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যৌন হয়রানির অভিযোগ, শাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার ২০২২, ২১:২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবিপ্রবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত সাত জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২২৬ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য সাংবাদিকদের বলেন, আজকে আমাদের ২২৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে আলাদা ঘটনায় (যৌন হয়রানি) লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ১ শিক্ষার্থীকে এক বছর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ শিক্ষার্থীকে ১ বছর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জনকে দুই বছরের জন্য এবং ৩ জনকে এক বছরের জন্য একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ জারি থাকা কালীন তারা ক্যাম্পাসে ও হলে প্রবেশ করতে পারবে না।

এছাড়া বহিষ্ককৃত শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ