Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রায় একমাস পর শ্রেণিকক্ষে ফিরেছে শাবিপ্রবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৪:৫৮

শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা

শাবিপ্রবি লাইভ: বন্যা সংকট এবং ছুটি শেষে প্রায় একমাস পর শ্রেণিকক্ষে ফিরেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রোববার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেন। বাসে করে শহরের বিভিন্ন জায়গায় অবস্থানরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসছেন। কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে করেও আসতে দেখা গেছে।

একাডেমিক ভবনগুলোর কয়েকটি বিভাগে শিক্ষকদের ক্লাস নিতে দেখা যায়। অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল চলমান থাকায় বিশেষ করে প্রায় প্রতিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস করতে দেখা যায়। সবমিলিয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পাস খোলায় শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয় সরগরম হয়ে ওঠেছে।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বন্যা সংকট কাটিয়ে আমরা আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারছি। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এতে একাডেমিক কাজে আবার গতিশীলতা ফিরে আসবে।

ঢাকা, ১৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ