Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমসি কলেজে স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীদের সংবধর্না

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭, ২২:৩৭

 

এমসি লাইভ: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে তিনটি স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীদের সংবধর্না দিয়েছে এমসি কলেজ।

জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতায় সিলেট সদর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসিট্যান্ট প্রফেসর জামাল উদ্দীনের নেতৃত্বে  জাতীয় প্রতিযোগীতায় নয়টি ইভেন্টে অংশগ্রহন করে এমসির শিক্ষার্থীরা।

দেশাত্ববোধক গানে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্ব শিক্ষার্থী মনিকা রাণী দাস, বাংলা বিভাগের শিক্ষার্থী ঈসিতা দাস উচ্চাংগ নৃত্যে এবং একাদশ শ্রেণী শিক্ষার্থী অদিতি দত্ত কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করে।

মুরারিচাঁদ কলেজ অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবধর্না অনুষ্ঠানে স্বর্ণপদক প্রাপ্ত তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন কলেজ প্রিন্সিপাল নিতাই চন্দ্র চন্দ, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শামীমা আকতার চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

অতীতের ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে প্রত্যাশা করে কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আর সংস্কৃতি চর্চার মাধ্যমে অনেকাংশেই জঙ্গীবাদের মুলোৎপাটন সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটাতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।

 

ঢাকা, ২৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ