Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমসি কলেজে পৃথিবী সৃষ্টির রহস্য প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭, ২২:৩৯

এমসি লাইভ: '৭০ হাজার বছর আগে আর বেশী নায়, মানুষ আইচ্ছে' প্রদর্শনী রুমের পেছনের দিকে বসা তৃতীয় বর্ষের ছাত্র জয় দত্ত ফোনে বলছিলো বন্ধুকে।

পৃথিবী বের হয়ে আসার সময় দিন ছিল ৬ঘন্টা এখন যা ২৪ ঘন্টা, তখন ১৮ হাজার কিলোমিটার দুরত্বে থাকা চাঁদ এখন মিলিয়ন কিলোমিটার দুরত্বে কিংবা দশ-পনের লক্ষ বছর আগে ১৯টা চাঁদ থেকে আজ একটা চাঁদ কিভাবে আসল এরকম কতো কথা, চিন্তাই হয়তো আজ মাথায় ঘুরপাক খাচ্ছে এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে।

প্রায় সাড়ে পাঁচশত কোটি বছর আগে প্রাচীন তম বিন্দুর মহাবিস্ফোরন থেকে মহাবিশ্ব তৈরী হয়ে আজকের বর্তমান বিশ্বের সৃষ্টির রহস্য ও প্রাণের বিকাশ সম্পর্কিত দেড় ঘন্টার এক প্রামাণ্যচিত্র আজ সোমবার(১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ'দুয়েক শিক্ষার্থীর সামনে নিয়ে আসেন বিভাগের সহযোগী অধ্যাপক অাসিরুল হক।

পরিবেশ ও উন্নয়নের এ শিক্ষকের এধরেনের উদ্যোগের কারন জানতে চাইলে তিনি বলেন, 'যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি স্বাভাবিকভাবেই কৌতুহল জন্মায় আমরা যেখানে বসবাস করি এটা কিভাবে আসলো, কবে পৃথিবীতে মানুষ আসলো, ডাইনাসরের মতন প্রাণী কেন বিলুপ্ত হলো এ ধরেনের বিষয়গুলো অনেকেই জানেনা। ছাত্র-ছাত্রীদেরকে এটা জানানো দরকার।'

আর তাছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার তৈরী ও অাত্নবিশ্বাস জোগাতে এটা বেশ কাজে লাগবে যোগ করেন তিনি।

দেড় ঘন্টার প্রামাণ্যচিত্রে বুঁদ হয়ে থাকা মাস্টার্স শেষ পর্ব শিক্ষার্থী আলমগীর হোসাইন বলেন, 'স্যারের এ ধরনের উদ্যোগ অসাধারণ। আমরা যারা ছাত্রজীবনের শেষ পর্যায়ে এসে গেছি পাঠ্যপুস্তকের বাইরে খুব একটা যাওয়া হয় না। পৃথিবী সৃষ্টি ও প্রাণের বিকাশ সম্পর্কে এ প্রামাণ্যচিত্রে নতুন করে অনেক কিছুই জানলাম।'

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শামীমা আকতার চৌধুরী বলেন, 'আমরা এই পৃথিবীতে অাছি। প্রতিদিন অপার বিস্ময়ে তাকিয়ে দেখি সূর্য্য উঠা, জ্যোৎস্নার লাবণ্য, প্রকৃতির লাবদল। সময় কোথায় সৃষ্টির রহস্য নিয়ে ভাবার?
আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকর্মী সহযোগী অধ্যাপক আসিরুল হকের উদ্যোগে, বস্থাপনায় সহকর্মী ও অগণিত অনুসন্ধিৎসু শিক্ষার্থীসহ উপভোগ করলাম প্রামাণ্যচিত্র "EARTH - The Making Of A Planet"।'

প্রামান্যচিত্র প্রদর্শনীর সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমদ, জীবন কৃষ্ণ আচার্য্য, সহকারী অধ্যাপক কে এম আলমগীর, জামাল উদ্দীন, হালিমা খানম, প্রভাষক বায়েজীদ আলম, মৌসুমী আফরোজ, শোয়েব আহমদ খান ও দেবশ্রী পৈত্য সহ বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শ'দুয়েক শিক্ষার্থী উপস্থিত ছিলো।


ঢাকা, ১৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ