Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিক্ষাবিদ প্রফেসর শামসুল হুদা প্রয়াণে শোকসভা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৭, ০৩:১৮




এমসি লাইভ: সিলেটের প্রথিতযশা শিক্ষাবিদ মুরারিচাঁদ (এমসি) কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর শামসুল হুদা'র প্রয়াণে শোকসভা আয়োজক পর্ষদের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সরকারী কলেজ প্রফেসর ও শোকসভা পর্ষদ আহ্বায়ক প্রফেসর আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শাবি ভিসি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ভিসি ড. সালেহউদ্দীন আহমদ। শনিবার বিকাল ৫টায়
এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শোকসভার সঞ্চালনা করেন এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আকতার চৌধুরী ও মদনমোহন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর রজত ভট্টাচার্য।

মনস্বী এ চিন্তাবিদের শোকসভায় উপস্থিত হয়ে গুণী এ শিক্ষাবিদকে স্মরণ করতে এসেছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর অাব্দুল আজিজ, প্রফেসর আব্দুল বাকী চৌধুরী, প্রফেসর হারুনুর রশীদ, ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ড. মো: নজরুল হক চৌধুরী, প্রফেসর লে. কর্ণেল এম. আতাউর রহমান, প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। শোকসভায় উপস্থিত ছিলেন শামসুল হুদার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহেদ শামস।

১৯৩৭ সালে বিয়ানীবাজারে জন্ম নেয়া এ শিক্ষাবিদ গত ৩০শে জানুয়ারী ২০১৭ মৃত্যুবরণ করেন। ছাব্বিশ বছরে শিক্ষকতা পেশায় যোগ দেয়া শামসুল হুদা সর্বশেষ শাবিপ্রবি ট্রেজারারের দায়িত্ব পালন করেন, এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর পদ মর্যাদার প্রথম বিভাগীয় প্রধানও ছিলেন তিনি।

শোকসভায় সদ্যপ্রয়াত শিক্ষাবিদের জীবন ও কর্মের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। অসাম্প্রদায়িক, অাধুনিক চিন্তা-চেতনা মনস্ক শিক্ষকের প্রয়াণ সিলেটের শিক্ষাঙ্গনের অপূরণীয় ক্ষতি বলে উল্ল্যেখ করেন বক্তারা।

শোকসভায় প্রফেসর শামসুল ইসলামারে নিকটাত্বীয়সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন প্রিন্সিপালদের পাশাপাশি শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ