Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘কি অন্যায় করেছিল আমার খাদিজা’

প্রকাশিত: ৯ অক্টোবার ২০১৬, ১৪:৩৯

 

সিলেট লাইভ: "কি অন্যায় করেছিল আমার খাদিজা । তার কি দোষ ছিল। ‍ও্ই বখাটের কোন ক্ষতি আমরা করিনাই। এই হামলার দ্রুত বিচার চাই। আর কোন মেয়ে যাতে এমন শিকার না হয় তা কামনা করি" বলেই ঢুকরে ঢুকরে কাঁদতে থাকেন বখাটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া।

সিলেট সদর উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে খাদিজার ওপর হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে শনিবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখীতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি করেন।

কান্নাজড়িত কণ্ঠে মাসুক মিয়া বলেন, আমার মেয়ের মতো আর কোনো মেয়েকে যেন এমন বর্বরতার শিকার না হতে হয়। আর কোনো মায়ের বুক যেন এসব নরপশুদের হাতে ক্ষত না হয়। সমাবেশে তিনি খাদিজার জন্য দেশবাসিসহ সকলের কাছে দোয়া চান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, ‍শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বদরুল আলম আসলেই দুশ্চরিত্র। তার পশুত্ব মানবতাকে হার মানিয়েছে। বদরুল ছাত্রলীগকে ব্যবহার করে আকাম-কুকাম করে বেড়াচ্ছিল। রাজনৈতিক নেতারা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এ ব্যাপারে খাদিজার পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা আরও বলেন, ওই কুলাঙ্গাররের জন্য কেউ তদবীর যাতে না করতে পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। যেই তদবীর করুক তারও বিচার করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে তাকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খাদিজার। এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঢাকা, ০৯ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএসটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ