Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘পর্যটন শিল্পের বিকাশে প্রতিবন্ধীদেরও সাথে রাখতে হবে’

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৬, ০৭:০৫


শাবি লাইভ: আমাদের দেশের অনেক পর্যটন আছে যা আর্ন্তজাতিক মানের করা সম্ভব। আর এসব পর্যটন শিল্পের বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়া পর্যটন কেন্দ্র গুলোকে প্রতিবন্ধীবান্ধব করতে হবে এবং এটা সম্ভব হবে যদি ভ্রমণে অন্তত একজন হলেও প্রতিবন্ধীকে সাথে রাখা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’ বিশ্বপর্যটন দিবস পালনের উপলক্ষে এক সমাবেশে এসব বক্তব্য দেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’র উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবস উৎযাপন উপলক্ষে সংগঠনটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে। র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় এবং সেখানেই সমাবেশ পরবর্তিতে কেক কাটা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্ট ও অর্থনীতি বিভাগেরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চৌধুরী আব্দুল্লাহ আল বাকী, সভাপতি আল আমীন মোস্তফা ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি অর্জুন কুমার পাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সবার জন্য ভ্রমন নিশ্চিত করতে প্রতি ভ্রমণ অভিযাত্রীক দলের সাথে একজন প্রতিবন্ধীকে সাথে রাখুন। দেশের বৃহৎ এ জনগোষ্ঠী ভ্রমনের সুবিধা থেকে বঞ্চিত। তাদেরকে মূল স্রোতে এনে দেশের উন্নয়ন তরান্বিত করতে এ উদ্যোগ নেওয়া হলে ভ্রমন সর্ম্পকে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে। বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে। ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই শিল্পের উন্নয়ন করতে পারলে আমরা নেপাল-ভুটানের মত পর্যটনবান্ধব অর্থনীতি গড়ে তুলতে পারব।’

 

শাবি, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ