Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমসির হোস্টেলে শিক্ষার্থী তোলা বন্ধ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ১২:০৬

mc

এমসি লাইভ: হঠাৎ করেই এমসি কলেজ হোস্টেলে শিক্ষার্থী তোলা বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে অনিবার্য কারণ দেখিয়ে আগামী ১ অক্টোবরে হোস্টেলে শিক্ষার্থী না উঠানোর কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

হঠাৎ কলেজ কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেকেই মেস ছেড়ে সামনের মাসে হোস্টেলে উঠার প্রস্তুতিতে মেস কর্তৃপক্ষকে মেস ছাড়ার কথা বলে দিয়েছেন। এখন হঠাৎ এধরনের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা।

কলেজ কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে হোস্টেল সুপার জামাল উদ্দীন বলেন, বিশেষ কারণে হোস্টেলে শিক্ষার্থী উঠানো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শীঘ্রই নোটিশের মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেয়া হবে।

তবে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে গুজব রয়েছে হোস্টেলের ওরিয়েন্টশনে মন্ত্রীদের অংশগ্রহনের সম্ভাবনা থেকেই এমনটি করা হয়েছে। আবার কারো কারো ধারণা রাজনৈতিক চাপ থেকেই এ কাজ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ প্রিন্সিপাল নিতাই চন্দ্র চন্দ বলেন, হোস্টেলে যারা উঠবে তাদের পক্ষ থেকে এখনো তেমন সাড়া পাওয়া যায়নি। টাকা জমা দেয়ার ক্ষেত্রে এখনো অনেকেই বাকি রয়েছেন। সিট ফিলাপ না করে তো আর হোস্টেল চালু করা যায় না।

যারা এখনো টাকা জমা দেয়নি তাদের টাকা জমা দেয়ার সময় আগামী ১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং হোস্টেলে রিপোর্টিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে জানিয়েছে কলেজ কর্লেতৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৯ তারিখে দেয়া এক নোটিশে হোস্টেলে মনোনীত শিক্ষার্থীদেরকে ২৬ তারিখ পর্যন্ত টাকা জমা দেয়ার জন্য বলা হয়েছিলো। আর তা না হলে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী নিয়ে আগামী ১অক্টোবর শিক্ষার্থী উঠানোর কথা বলা হয়েছিলো।

 

সোহেল//এমসি, ২৬ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ