Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্বপ্নের বিসিএস ক্যাডার : সফল ভাইভার অভিজ্ঞতা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৭, ০৬:৩৩

বিসিএস ক্যাডারে চাকরি যেন স্বপ্নকে ছুঁয়ে দেখা। এর পেছনে রয়েছে অনেক সাধনা, পরিশ্রম ও অধ্যাবসায়। এর পাশাপাশি অভিজ্ঞতাও অনেক কাজে আসে। বিসিএস প্রিলি, রিটেন শেষে ভাইভার অভিজ্ঞতা নেই অনেকেরই। যেন ভাইভার কথা শুনলেই আপনার গাঁ হিম হয়ে ওঠে। তবে আগে থেকে ধারণা থাকলে আপনার ভয়কে জয় করতে পারবেন। চলুন শুনে নেয়া যাক বিসিএস ক্যাডারের মুখ থেকেই একটি সফল ভাইভার অভিজ্ঞতা। জানাচ্ছেন সুব্রত মল্লিক...

প্রশ্ন : আপনার পরিচয় দিন

উত্তর : ম্যাম আমার শৈশব কেটেছে গ্রামে, এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষ করে এখন অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আমার প্রিয় বিষয় হল বই পড়া এবং আমার প্রিয় লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : রবি ঠাকুরের কোন বইটি আপনার সবচেয়ে প্রিয়?

উত্তর : ম্যাম, ছিন্নপত্রাবলী

প্রশ্ন : এই বইটি কেন এত প্রিয়?

উত্তর : ম্যাম, এই বইটি পড়লে মনে হয় প্রাত্যহিক জীবনে ঘটে চলা ছোট ছোট বিষয়ের মাঝে অবারিত সুখ লুকিয়ে আছে, কিন্তু আমাদের দেখার চোখ নেই বলে আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি না। বইটি পড়লে আমার চলার পথ অনেক সহজ হয়।

প্রশ্ন : হুম, বলুনতো রবি ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটি কোথায় বসে লিখেছিলেন?

উত্তর : পতিসরে বসে।

প্রশ্ন : আচ্ছা বলুনতো রবি ঠাকুর তার গীতাঞ্জলির পাণ্ডুলিপি কোথায় হারিয়ে ফেলেছিলেন?

উত্তর : ম্যাম, লন্ডনে রেলের কামরায় রেখে ট্রেন থেকে নেমে পড়েছিলেন। পরে কবির বড় ছেলে রেল অফিস থেকে নিয়ে আসেন।

অন্য বোর্ড মেম্বার : আপনি ব্যাংকের সিনিয়র অফিসার ছেড়ে শিক্ষা ক্যাডারে আসতে চাইছেন কেন?

উত্তর : স্যার, ব্যাংকে অংকের খেলা। সারাদিন বসে হিসাব নিকাশ করা লাগে। আমি আসলে পড়তে এবং পড়াতে ভালোবাসি তাই শিক্ষা ক্যাডার প্রথম চয়েস দিয়েছি। তরুণদের সাথে সময় কাটাতে আমার বেশ লাগে।

প্রশ্ন : আচ্ছা ঠিক আছে। বলুনতো দুনিয়া কাঁপানো দশদিন বইটি কার লেখা?

উত্তর : জন রিড, রুশ বিপ্লবের ওপর বইটি লেখা।

প্রশ্ন : বইটি কত সালে লেখা হয়?

উত্তর : সরি, মনে পড়ছে না স্যার।

প্রশ্ন : ওকে, বলুনতো কাদের লেখনীর কারণে ফরাসি বিপ্লব সংঘটিত হতে সহায়তা করে।

উত্তর : স্যার, রুশো, ভলতেয়ার প্রমুখ।

প্রশ্ন : অস্তিত্ববাদের প্রবক্তা কে?

উত্তর : জা পল সত্রে

প্রশ্ন : সংবিধানের দ্বিতীয় সংশোধনীর বিষয়বস্তু সম্পর্কে বলুন।

উত্তর : দুটো বলার পর... আর মনে পড়ছে না স্যার

প্রশ্ন : আচ্ছা, আপনি সমাজবিজ্ঞানের ছাত্র। কালচারাল ল্যাগ সম্পর্কে বলুন।
...বলার পর শেষের প্রশ্ন

প্রশ্ন : আপনি শিক্ষা ক্যাডার এক নম্বর চয়েস দিলেন কেন?

উত্তর : স্যার ছোটবেলা থেকে বাবাকে দেখে শিক্ষক হতে চেয়েছি। ভার্সিটিতে হতে পারিনি তাই শিক্ষা ক্যাডারে এসে শিক্ষক হতে চাই। আমি পড়াতে চাই, তাই এটাই প্রথম চয়েস দিয়েছি।

ওকে আসুন
ধন্যবাদ স্যার


সুব্রত মল্লিক
লেকচারার, যশোর সরকারি সিটি কলেজ

[বি:দ্র : বিসিএস ভাইভার চুম্বক অংশ তুলে ধরা হয়েছে]


ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ