Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দেশের প্রথম কৃষি বিতর্কে সেরা বাকৃবি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার ২০১৭, ০৭:০৯


ময়মনসিংহ লাইভ : দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত কৃষি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। শনিবার রাতে প্রতিযোগিতার ফাইনালে ৩-১ ব্যালট ব্যবধানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ওই গৌরব অর্জন করে বাকৃবি। ফাইনাল বিতর্কে সেরা বক্তা হয়েছেন শিহাব সাকিব ঈশান এবং টুর্নামেন্ট সেরা বক্তা হয়েছেন সৈয়দা কান্তা খানম। প্রতিযোগিতায় বাকৃবিসহ কৃষি ভিত্তিক সরকারি ও বেসরকারি মোট ১০ টি বিশ্ববিদ্যালয়ের ১২ টি দল অংশগ্রহণ করে।

বাকৃবির হয়ে কৃষি অনুষদের ৩য় বর্ষের রাগিব হাসান বর্ষণ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ৩য় বর্ষের শিহাব সাকিব ঈশান এবং কৃষি অনুষদের ২য় বর্ষের সৈয়দা কান্তা খানম প্রতিযোগিতায় অংশ নেন।

অন্যদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্কে অংশ নেন মাহমুদা আশরাফি, অনন্যা তালুকদার জেনী, আনোয়ারুল ইসলাম খোকন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রো-ভিসি প্রফেসর ড.মো. জসিমউদ্দিন খান। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাকৃবি ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মো. মোর্শেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান।


ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ