Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত

আকি রহমানের এভারেস্ট জয়

প্রকাশিত: ১৪ মে ২০২২, ০৬:২৭

প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত

লাইভ প্রতিবেদক: তিনি বাংলাদেশী বংশোদ্ভুত। সাহসি। দাপুটে। দেশের সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তিনি। জানান দিয়েছেন আমরাও পারি। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান। গত ১১ এপ্রিল আকি রহমান ওল্ডহ্যাম থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনি। শুক্রবার নেপাল সময় সকাল সাড়ে সাতটায় তিনি চূড়ায় পৌঁছান।

নেপাল থেকে শেরপারা লন্ডনের স্থানীয় একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে নেটওয়ার্কের বাইরে থাকায় তার এভারেস্ট জয়ের কোনো ছবি পাওয়া যায়নি। আকি রহমান প্রথম বৃটিশ মুসলিম বাংলাদেশি ও প্রথম সিলেটি, যে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় গিয়েছেন। অনেকেই এভারেস্টের বিভিন্ন বেজ-ক্যাম্পে গেলেও এখন পর্যন্ত এভারেস্টের চূড়ায় কোনো বৃটিশ মুসলিম, বৃটিশ বাঙালি বা সিলেটি পায়ে হেঁটে যায়নি।

আকি রহমান সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত। মাত্র দেড় বছর বয়সে আকি রহমান পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়।

স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে আকি রহমান এবার এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন। এর আগে আকি রহমান এক এক করে ছোটবড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার হিমালয়ের মাউন্ট এভারেস্ট জয়ের পথে পা বাড়িয়েছেন। ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন তিনি।

এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান ওই পর্বতটিও জয় করেন। একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫৬৪২ মিটার তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান।

এরপর ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার। উল্লেখ্য, এর আগে লন্ডনের চ্যানেল এস-এর ‘আর এফ এস চ্যারেটি’র মাধ্যমে বিশ্বজুড়ে রিফিউজিদের সাহায্যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন আকি রহমান। তিনি তাদরে কল্যাণের কাজও শুরু করেছেন।

ঢাকা, ১৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিআইটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ