Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিভিল ইঞ্জিনিয়ার থেকে বিসিএস ক্যাডার, ভাইভার অভিজ্ঞতা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৭, ০২:১৫

আকাশ কুমার কুণ্ডু, পড়াশোনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে এখন তিনি হয়েছেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৩৫তম ভাইভায় তিনি মেধা তালিকায় ৪০ তম (প্রশাসন ক্যাডার) হয়েছিলেন। চলুন তার মুখ থেকেই শুনে নেয়া যাক ৩৫তম ভাইভার অভিজ্ঞতা :

অনেক প্রশ্ন ভুলে গিয়েছি। যতটুকু মনে আছে শেয়ার করলাম। উত্তরগুলো আমি যেভাবে দিয়েছিলাম তা হুবহু আর মনে নেই। তাই আমি অনেক প্রশ্নে উত্তর লিখলাম না। আর একই প্রশ্নে ব্যক্তিভেদে ভিন্ন উত্তর হতে পারে। নিজে ভাইভার বইগুলো এনালাইসিস করলেই উত্তর পেয়ে যাবেন।

তারিখ : ০৯.০৩.২০১৬
প্রথম চয়েস: বিসিএস (প্রশাসন)
বোর্ড চেয়ারম্যান : উজ্জ্বল বিকাশ দত্ত স্যার।

আমি ১৬ জনের মধ্যে সিরিয়ালে ৯/১০ নম্বর ছিলাম।
সময় : ১০-১৫ মিনিটের মত।

অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম। সালাম দিয়ে বসার অনুমতি পেলাম।

চেয়ারম্যান : So u r Akash. Introduce yourself akash

আমি : যথেষ্ঠ সুন্দরভাবে স্পষ্ট ও সাবলীল ইংরেজিতে নিজের পরিচয় দিলাম ২-৩ মিনিট।

এর কারণ হলো- ভালো প্রস্তুতি নেয়ায় সেদিন আত্মবিশ্বাস অনেক উচুতে পৌঁছে গিয়েছিল।

চেয়ারম্যান : You said you r a civil engineer from SUST. But your first choice is Administration. Can you show me good reasons behind that?

ওই প্রশ্নের উত্তর আমি খুব সুন্দর যুক্তি দিয়ে আগেই সাজিয়ে রেখেছিলাম।

আমি : আমি ভিশন-২০২১ এর উপর জোর দিয়ে বললাম- Sir present government is strongly committed to bring a renaissance in the infrastructure sector. At present 10 mega projects are being built. More other projects are at policy making stage and will be implemented in future.

1. As a civil engineer if I get chance to be part of the administration, one day I will be able to contribute to the policy making, planning and implementation of these immense super structure. I have technical knowledge about building and construction of superstructures. So I can well utilize my engineering knowledge and share my technical ability with other working mates in administration.

2.Sometimes a technical gap becomes created between policy makers and government engineers because of mutual understanding. So, being a civil engineer if I become a part of the policy making team, I can be a bridge over engineers and policymakers.

এভাবেই আমি উত্তর দিলাম। স্যারসহ অন্য কেউ দ্বিমত করেননি।

চেয়ারম্যান : বলতো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা কি আগের মত আছে? কতটুকু আছে?

আমি : না স্যার ঠিক আগের মত নেই। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণ হওয়ার পর বিচারিক ক্ষমতা কিছুটা সীমিত হয়েছে। এভাবে তথ্য সহকারে উত্তর দিলাম।

চেয়ারম্যান : মাঠ প্রশাসনের পদসোপান বল।
আমি : উত্তর দিলাম।

স্যার : তুমি মাঠ প্রশাসনের কাজের গতি বাড়াতে কি কি পদক্ষেপ নেবে?

আমি : নিজের মত করে বললাম।

স্যার : এবার বল প্যারিস জলবায়ু চুক্তির আসল ৫টি দিক কি কি?
আমি : ৩ টা বলার পর থামিয়ে দেন।

স্যার: MDGs ও SDGs এর মধ্যে পার্থক্য বল
আমি: সাম্প্রতিক ইস্যু তাই বলে জানা ছিল। ভালো করেই বললাম।

চেয়ারম্যান : প্রশাসনের জন্য সবচেয়ে জরুরি গুণাবলি কি কি?
আমি : নিজের ভাষায় উত্তর দিলাম।

এবার চেয়ারম্যান স্যার প্রথম এক্সটারনালকে প্রশ্ন করতে বললেন। উনি শুধুই হাসেন। হাসি হাসি মুখে জিজ্ঞেস করতে শুরু করলেন।

এক্স-১ : তুমিতো একদিন ডিসি হবে। ডিসি অফিসে গিয়েছ কোনো দিন? ডিসির কাজ কি?
আমি : না স্যার যাওয়া হয়নি। তবে ডিসির কাজগুলো বললাম।

এক্স- ১ : Central and Local govt. কি? পার্থক্য কি? কোনটা বেশি ইফেক্টিভ?
আমি : উত্তর দিলাম এবং যুক্তি দিয়ে বুঝালাম যে জনগণের নির্দিষ্ট কিছু সমস্যা দ্রুত সমাধানে স্থানীয় সরকার বেশি কার্যকর।

এক্স-১ : সংবিধানের বিধান কি এ ব্যাপারে?
আমি : ভালোভাবে জানা ছিল। সেভাবেই উত্তর দিলাম।

এক্স-১: এবার বল তোমার বরিশাল বিভাগের এক এডমিন ক্যাডার যিনি ৭১ এ শহীদ হয়েছেন ওনার নাম আর পদ।
আমি : সরি স্যার।

এক্স-১ : একজনের নাম বললেন যা আমি চিনি না।

এর পর চেয়ারম্যান স্যার অন্য এক্সটারনাল কে (মহিলা) বললেন আপনি কিছু জিজ্ঞেস করেন।

এক্স-২ : না থাক। ওতো ওর চয়েজ নিয়ে ভালোই পারছে। আচ্ছা আমি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করি। বল মুজিবনগর সরকার কি? এর গঠন বল
আমি : দুই লাইন বলার পর থামিয়ে দিলেন।

এক্স-২: জাতির পিতা সম্পর্কে কিছু বল।
আমি: বললাম

চেয়ারম্যান : বঙ্গবন্ধু কেন ২৮ মার্চের পর পাকিস্তান ছিলেন? আত্মসমার্পণ করেছিলেন?

বুঝে গিয়েছিলাম যে এটা একটা টোপ ধরণের প্রশ্ন ছিল। ভালোভাবে না শুনে বা উত্তেজনাবশত হ্যাঁ বলে ফেললেই বিপদ।

আমি : দৃরভাবে বললাম না স্যার। জোরপূর্বক গ্রেফতার করা হয়।
চেয়ারম্যান : ওকে আকাশ এসো তুমি এবার।

আমি বিনয়ের সাথে সালাম দিয়ে বের হয়ে গেলাম।



আকাশ কুমার কুন্ডু
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)
মেধাতালিকায় ৪০ তম (প্রশাসন ক্যাডার)
৩৫ তম বিসিএস


[সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]
 

ঢাকা, ১৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ