Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্বের ১০০ ইয়াং গ্লোবাল লিডারের একজন আমাদের মালিহা

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ১৭:২৫

লাইভ প্রতিবেদক : মালিহা এম কাদির। ২০০৮ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন। বোস্টনের স্মিথ কলেজ থেকে অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্সে আন্ডার গ্রাজুয়েট করেছেন তিনি।

এমবিএ পড়াশোনার মাঝে বিরতি নিয়ে বাংলাদেশে এসে ব্র্যাক ডটনেটেও কাজ করেছেন। এমবিএ করার পর সিঙ্গাপুরে নকিয়াসহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন৷ তিনি।

তিনি বর্তমানে বাংলাদেশের ‘সহজ ডটকম' নামে একটি অনলাইন পোর্টালের প্রধান। এই পোর্টালের মাধ্যমে অনলাইনে বাস, লঞ্চ ও ফেরির টিকেট বিক্রি করা হয়।

চ্যালেঞ্জিং ও সৃজনশীল কাজ করে তিনি ইয়াং গ্লোবাল লিডার এর স্বীকৃতি পেয়েছেন। সৃজনশীল ও চ্যালেঞ্জিং কাজের জন্য ৪০-এর কম বয়সি এমন মানুষদের মধ্য থেকে প্রতি বছর বিশ্বের ১০০ জনকে ইয়াং গ্লোবাল লিডারের স্বীকৃতি দেয় সুইডেনভিত্তিক ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম।

২০১৪ সালে মাত্র পাঁচজনকে নিয়ে সহজ ডটকমের  কাজ শুরু করেন মালিহা। এখন সেখানে কাজ করেন ৮০ জন। কর্মীর সংখ্যা একশ'তে উন্নীত হবে শিগগিরই।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যাদের ‘ইয়াং গ্লোবাল লিডার্স ক্লাস অব-২০১৭-' এ অন্তর্ভূক্ত করেছে, তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি মলিহা। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, মালিহা বাংলাদেশের পরিবহন শিল্প খাত ডিজিটালাইজেশনে যুগান্তকারী কাজ করেছেন।

মালিহাকে এজন্য তাদের একটি কমিউনিটিতে যোগদান এবং পাঁচ বছরের একটি লিডারশিপ প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের বিশ্বাস, এটা তাদের মানসিকতার উন্নয়ন ঘটাবে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক সেতুবন্ধন তৈরি করবে।



ঢাকা, ১৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ