Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৩৫তম বিসিএস ভাইভার অভিজ্ঞতা, অপেক্ষায় অাছি

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭, ১৮:২৬

আমিনুল ইসলাম : সালাম দিয়ে ভাইভা বোর্ডে ঢোকার পর বসতে বলতে না বলতেই সমর চন্দ্র স্যার বললেন আমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জন্ম তারিখ ১৮। ০৮।১৯৮৭। প্রথম চয়েস প্রশাসন।
সমর চন্দ্র পাল: রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সংবিধান নিশ্চই পড়েছো। সংবিধান কাকে বলে? আমরা একটা আইন পাস করতে চাই যা সংবিধানে নাই এখন কি করা উচিত? এখানে খুব সম্ভবত অধ্যাদেশ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কিন্তু সংসদ অধিবেশন বন্ধ রয়েছে এ ধরনের কথা এক বারও না বলায় অনেক প্যাঁচানোর পর বিষয়টি বাদ দেয়া হয়।

এক্সটারনাল ১ : বিসিএসে প্রশাসন কেন তোমার প্রথম পছন্দ? এই ক্যাডারে ফকির থেকে শুরু করে সব ধরনের লোকের সাথে কাজ করার সুযোগ থাকে। এই কথা বলার পর অন্যান্য ক্যাডারের লোকেরাও পারে……….ইত্যাদি। আমি আমার মত বলেছি।

এক্সটারনাল ২ : প্রশাসন ক্যাডার প্রথম চয়েস দেয়ার ব্যাপারে কে তোমাকে উৎসাহ দিয়েছে? আমি প্রথম মেজিস্ট্রেট দেখার জন্য কুড়িগ্রাম জেলায় যাই। এ ধরনের একটা বাস্তব ঘটনা জুড়ে দিয়েছিলাম।

এক্সটারনাল ১ : তুমি DC হলে তোমার জেলাকে কিভাবে সাজাবে?

সমর চন্দ্র পাল: ভুটানের সাথে আমাদের একটা Soft Corner আছে সেটা কী?

ভুটান স্থল বেষ্টিত বলে আমাদের সমুদ্র বন্দর ব্যাবহার করে। এ উত্তর নেননি। আর একটা বলতে বলেছেন। এর পর স্বাধীনতা যুদ্ধে ভুটানের স্বীকৃতির বিষয়টা বলেছিলাম। বুঝলাম না উত্তর নিল কিনা!

এক্সটারনাল ২ : একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর নাম বল? তার একটা বইয়ের নাম? বইটা বিশ্লেষণ কর। স্যামুয়েল পি হান্টিংটন বলার পর Clash of Civilization theory ব্যাখা করতে বলেছিল।

সমর চন্দ্র পাল : আমি তিস্তা থেকে কাউনিয়ার দিকে যাচ্ছি এটা একটা উপন্যাসের লাইন হলে এ উপন্যাসের লেখক কে? উত্তর দেয়ার পর পাল সাহেব বিড় বিড় করে বলেছিলেন তোমার ২য় চয়েস শিক্ষা!

এক্সটারনাল ২ : আইএস সম্পর্কে বল। এর প্রধানের নাম কী? আইএস যে এলাকাগুলো দখল করেছিল সে এলাকাগুলোর নাম কী? আইএসের সাথে কতগুলো পক্ষ জড়িত? আইএসের কারণে আমাদের লাভ ও ক্ষতিগুলো কী কী?

সমর চন্দ্র পাল : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে? মুক্তিযুদ্ধের সময় সেনা প্রধানের পদবী কি ছিল? মুক্তিযুদ্ধের পর সেনা প্রধানের পদবীর কোন পরির্তন হয়েছে কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে? শেখ মুজিবুর রহমান পাকিস্তানে যে কারাগারে বন্দি ছিলেন তার নাম কি? মিয়াওয়ালী বলার পর-পাল সাহেব বেশ হেসেছিলেন।

এক্সটারনাল ১ : অসমাপ্ত আত্নজীবনী পড়েছ? হ্যাঁ বলার পর--বঙ্গবন্ধুর চীন ভ্রমনের সময় নববধূকে দেখার পর কী উপহার দিয়েছিল?

এক্সটারনাল ২ : তোমার জন্ম জানি কোন মাসে? আগস্ট বলার পর---আগস্টের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বল?

এক্সটারনাল ১, ২ ও সমর চন্দ্র পাল : এবার যুদ্ধাপরাধ সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরেছেন! কার ফাঁসি হল? কে পাকিস্তানে পালাল? কার রিভিউ চলছে? সাইদীকে চাঁদে দেখছি কি না? প্রথমে কার রায় হয়েছে? Skype ফাস! ইত্যাদি।

সমর চন্দ্র পাল : ঠিক আছে এবার তুমি আস। Best of Luck. দাড়াতে না দাড়াতেই

এক্সটারনাল ১ : আর একটা প্রশ্ন। আব্রাহাম লিংকনের Democracy এর সংজ্ঞাটা একটু বল।

প্রার্থী : Thank you all. আসসালামু আলাইকুম।

 

৩৫ তম বিসিএস ভাইভা
বোর্ড: সমর চন্দ্র পাল স্যার
তারিখ: ১৫/০৩/২০১৬
প্রতি বোর্ডে ভাইভা দিয়েছিল ১৭ জন।
এভারেজ সময় ১০-১৫ মিনিট।
আমি ১৩-১৪ মিনিট ছিলাম।
এক্সটারনাল ২ জন।

মোঃ আমিনুল ইসলাম
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (জবি)
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত



ঢাকা, ১৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ