Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নতুন প্রযুক্তি আবিস্কার করে জাতিসংঘ পুরস্কার পেল শাহরিয়ার

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ০৩:৩৭

 



ইউইইউ লাইভ: বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের “স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড” আবিস্কার করে জাতিসংঘের জলবায়ু পুরস্কার “মোমেন্টাম ফর চেঞ্জ পদক” ২০১৬ এ ভূষিত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী। তার গবেষণায় বাংলাদেশী প্রতিষ্ঠান সোলশেয়ার সহযোগিতা করে।   

মরক্কোর মারাক্কেসে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে শাহরিয়ার আহমেদ চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

শাহরিয়ার আলমের গবেষণার সুফল পেয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্ত গ্রামে মানুষ। এই গ্রামের আটটি পরিবার তাদের ঘরে উৎপাদিত সৌর বিদ্যুৎ ভাগাবাগি করে ব্যবহার করে। একজনের বাড়িতে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ চলে যায় আরেকজনের ঘাটতি পূরণে। এভাবে একধরনের বিদ্যুৎ লেনদেন ঘটে শাহরিয়ারের আবিস্কৃত প্রযুক্তির মাধ্যমে।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির পক্ষ থেকে বিশ্বের ১৩টি জলবায়ুবান্ধব উদ্যোগকে এই পুরস্কার দেওয়া হয়।

 

ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ